ঢাকা, মঙ্গলবার, ৫ কার্তিক ১৪৩২, ২১ অক্টোবর ২০২৫, ২৮ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

রাজশাহীতে ঢালারচর এক্সপ্রেস ট্রেনের ২ বগি লাইনচ্যুত, তদন্ত কমিটি 

উপজেলা করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৯, অক্টোবর ২১, ২০২৫
রাজশাহীতে ঢালারচর এক্সপ্রেস ট্রেনের ২ বগি লাইনচ্যুত, তদন্ত কমিটি  লাইনচ্যুত বগি

পাবনা (ঈশ্বরদী): পশ্চিমাঞ্চল রেলওয়ে জোনের পাকশী বিভাগীয় রেলওয়ের আওতায় রাজশাহী রেলওয়ে স্টেশনের আউটে অপর লাইনে দাঁড়িয়ে থাকা বগির সঙ্গে ধাক্কা লেগে ঢালারচর এক্সপ্রেস ট্রেনের দুটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়েছে।  

এ ঘটনায় পাকশী বিভাগীয় রেলওয়ের সহকারী পরিবহন কর্মকর্তা কামরুল ইসলামকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

রাজশাহী থেকে ঢাকা কিংবা অন্য সব রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে চাঁপাইনবাবগঞ্জের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।  

মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে রাজশাহী রেলওয়ের আউটারে শিরোইল কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।  

পাকশী বিভাগীয় রেলওয়ে প্রকৌশলী-২ নাজিব কায়সার বাংলানিউজকে জানান, মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যার কিছুক্ষণ আগে রাজশাহী থেকে পাবনার ঢালারচর স্টেশনের উদ্দেশ্যে রওনা করে ঢালারচর এক্সপ্রেস ট্রেনটি। এ সময় অপর লাইনে দাঁড়িয়ে থাকা বনলতা এক্সপ্রেস ট্রেনের দুটি অতিরিক্ত বগির সঙ্গে ঢালারচর এক্সপ্রেস ট্রেনের ধাক্কা লাগে। এতে ঢালারচর এক্সপ্রেস ট্রেনের দুটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়।  

পাকশী বিভাগীয় রেলওয়ের পরিবহন কর্মকর্তা হাসিনা খাতুন বাংলানিউজকে জানান, ঈশ্বরদী লোকোমোটিভ ডিজেল কারখানা থেকে রিলিফ ট্রেন সন্ধ্যা ৭টায় রাজশাহী রেলওয়ে স্টেশনের দিকে ছেড়ে গিয়ে রাত ৮টায় ঘটনাস্থলে পৌঁছেছে। লাইনচ্যুত বগি দুটি উদ্ধার করে রেললাইন সচল করতে কিছুটা সময় লাগবে।

তবে এ ঘটনায় রাজশাহী থেকে ঢাকা কিংবা অন্য কোথাও ট্রেন চলাচলে সমস্যা নেই। সব রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।  

পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক (ডিআরএম) লিয়াকত শরীফ খান বাংলানিউজকে জানান, ঢালারচর এক্সপ্রেস ট্রেনের দুটি বগিকে রেখে ঢালারচর এক্সপ্রেস ট্রেনটি পাবনার দিকে ছেড়ে গেছে। রিলিফ ট্রেনের উদ্ধার কর্মীরা ইতোমধ্যে কাজ শুরু করেছে। রেললাইন সচল করতে ২ ঘণ্টা সময় লাগবে।  

ডিআরএম আরও জানান, এ ঘটনায় সহকারী পরিবহন কর্মকর্তা (এটিও) কামরুল ইসলামকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ৪ কার্যদিবসে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।  

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।