বাউফল আসনের আওয়ামী লীগের সাবেক এমপি ও জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ, তার স্ত্রী দেলোয়ারা সুলতানা এবং ছেলে রায়হান শাকিবের নামে জ্ঞাত আয় বহির্ভূত প্রায় নয় কোটি টাকা সম্পদ অর্জনের অভিযোগে তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
পটুয়াখালী দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক তানভীর আহমদ বাদী হয়ে মঙ্গলবার (২১ অক্টোবর) মামলাটি দায়ের করেন।
মামলা সূত্রে জানা যায়, রায়হান শাকিবের নামে ৪ কোটি ২১ লাখ ৮৫ হাজার ৪২৮ টাকা, সাবেক চিফ হুইপ ফিরোজের নামে ৩ কোটি ২৯ লাখ ২৬ হাজার ৪৮৪ টাকা এবং দেলোয়ারা সুলতানার নামে ১ কোটি ১ লাখ ১ হাজার ৬৫৪ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ তার বৈধ আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
রায়হান শাকিবের মোট বৈধ আয় ৪ কোটি ৪৫ লাখ ৮১ হাজার ১২ টাকা, পারিবারিক ও অন্যান্য ব্যয় ১ কোটি ৭৫ লাখ ৭৫ হাজার ৫৯৮ টাকা। ব্যয় বাদে তার বৈধ সঞ্চয় ২ কোটি ৭০ লাখ ৫ হাজার ৪১৪ টাকা। তার নামে মোট ৬ কোটি ৯১ লাখ ৯০ হাজার ৮৪২ টাকার সম্পদ পাওয়া গেছে, যার ৪ কোটি ২১ লাখ ৮৫ হাজার ৪২৮ টাকা জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ।
সাবেক চিফ হুইপ ফিরোজের মোট বৈধ আয় ১৪ কোটি ৫৬ লাখ ৪৪ হাজার ৯৫৬ টাকা, পারিবারিক ও অন্যান্য ব্যয় ৫ কোটি ৯০ লাখ ৩ হাজার ৮৭৭ টাকা। ব্যয় বাদে তার বৈধ সঞ্চয় ৮ কোটি ৬৬ লাখ ৪১ হাজার ৭৯ টাকা। তার নামে মোট ১১ কোটি ৯৫ লাখ ৬৭ হাজার ৫৬৩ টাকার সম্পদ থাকার পরও ৩ কোটি ২৯ লাখ ২৬ হাজার ৪৮৪ টাকা অসঙ্গতিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে।
দেলোয়ারা সুলতানার মোট বৈধ আয় ৬৮ লাখ ১১ হাজার ৮৯৭ টাকা, পারিবারিক ও অন্যান্য ব্যয় ১৮ লাখ ৩৩৪ টাকা। ব্যয় বাদে তার বৈধ সঞ্চয় ৫০ লাখ ১১ হাজার ৫৬৩ টাকা। তার মোট ১ কোটি ৫১ লাখ ১৩ হাজার ২১৭ টাকার সম্পদ থেকে ১ কোটি ১ লাখ ১ হাজার ৬৫৪ টাকা জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ।
তিনজনের বিরুদ্ধে অভিযোগ অনুযায়ী তারা বৈধ আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এমন সম্পদ অর্জন করেছেন বলেও জানান মামলার বাদী তানভীর আহমদ।
আরএ