ঢাকা, মঙ্গলবার, ৫ কার্তিক ১৪৩২, ২১ অক্টোবর ২০২৫, ২৮ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

যানজট নিরসনে ৩ দফা নির্দেশনা এসএমপির

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৯, অক্টোবর ২০, ২০২৫
যানজট নিরসনে ৩ দফা নির্দেশনা এসএমপির এসএমপি লোগো

সিলেট নগরের যানজট ও পার্কিং বিশৃঙ্খলা রোধে তিন দফা নতুন নির্দেশনা জারি করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।

সোমবার (২০ অক্টোবর) বিকেল ৩টায় জনস্বার্থে এসএমপি কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী এ নির্দেশনা জারি করেন।

নগরের প্রধান সড়ক ও মোড়গুলোতে দীর্ঘদিন ধরেই যানজট, ফুটপাত দখল ও বেপরোয়া পার্কিং জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এসব অনিয়ম রোধে এবার কঠোর অবস্থানে যাচ্ছে পুলিশ প্রশাসন।

নতুন তিন নির্দেশনা হলো—

সড়কের মোড় ও সংযোগস্থলে পার্কিং নিষিদ্ধ:
নগরের যেকোনো রাস্তার সংযোগস্থলের কেন্দ্রবিন্দু থেকে ২৫ গজের মধ্যে পার্কিং সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে।

দুই লেনের সড়কে পার্কিং নয়:
কোনো ধরনের দুই লেনবিশিষ্ট সড়কে পার্কিং করা যাবে না। এই সিদ্ধান্তের ফলে সরু রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে রাখার প্রবণতা বন্ধ হবে বলে আশা করছে প্রশাসন।

নির্ধারিত স্থানে এক লাইনে পার্কিং:
নির্ধারিত পার্কিং এলাকায় শুধুমাত্র এক লাইনে এবং অনুমোদিত সংখ্যক যানবাহন রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একাধিক সারিতে পার্কিং করলে তা আইন লঙ্ঘন হিসেবে গণ্য হবে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, সিলেট মেট্রোপলিটন পুলিশ আইন, ২০০৯-এর ২৭(১) ধারা অনুযায়ী ফুটপাত বা সড়কে যানবাহন রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করা একটি দণ্ডনীয় অপরাধ। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে পুলিশ।

এনইউ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।