ঢাকা, মঙ্গলবার, ৫ কার্তিক ১৪৩২, ২১ অক্টোবর ২০২৫, ২৮ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

মাগুরায় পৃথক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপেন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:১৭, অক্টোবর ২১, ২০২৫
মাগুরায় পৃথক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু

মাগুরা: পৃথক দুর্ঘটনায় মাগুরায় তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার (২০ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত জেলার সদর ও মহম্মদপুর উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।

সদর উপজেলার ইছাখাদা মধ্যপাড়ার হাজী খন্দকার রেজাউল ইসলাম বাবুল (৬৪) বিকেলে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারান। তিনি নামাজ পড়তে যাওয়ার সময় মাগুরা-ঝিনাইদহ সড়কের ইছাখাদা দরগাগেট এলাকায় দুর্ঘটনার শিকার হন।  

স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত আর একজনকে উন্নত চিকিৎসার জন্য জেলার বাইরে পাঠানো হয়েছে।

মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নের পানিঘাটা গ্রামে তামিম (১১) নামে এক শিশু সুপারি গাছ থেকে পড়ে মারা গেছে। সে ওই গ্রামের মোশারফ হোসেনের ছেলে। সোমবার বেলা ১১টার দিকে নিজ বাড়ির পাশের গাছে উঠতে গিয়ে পড়ে যেয়ে মাথায় আঘাত পায় তামিম।  

পরিবারের লোকজন দ্রুত তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, মহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নের দাতিয়াদাহ পূর্বপাড়ায় বৈদ্যুতিক শকে মারা গেছেন কৃষক নীল চাঁন (৫৫)। তিনি ওই গ্রামের নঈম উদ্দিন শেখের ছেলে।  

সকালে নিজের ধানের জমিতে ইঁদুর তাড়ানোর জন্য বৈদ্যুতিক লাইন দিয়ে রাখেন নীল চাঁন। দুপুরে বাড়ি না ফেরায় ছেলে নাসির খোঁজ করতে গিয়ে বিকেলে জমিতে বাবার মরদেহ পড়ে থাকতে দেখেন।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেন, উপজেলায় দুটি মৃত্যুর ঘটনা ঘটেছে।  

এসএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।