কুড়িগ্রামে এক কিশোরী শিক্ষার্থীকে অপহরণ ও ধর্ষণের দায়ে মামলায় আনোয়ার হোসেন রুবেল (৩৩) নামে অভিযুক্ত আসামি দোষী সাব্যস্ত হওয়ায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রিপতি কুমার বিশ্বাস এ রায় দেন।
ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর মিজানুর রহমান সরকার এবং আদালতের বেঞ্চ সহকারী এরশাদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
সাজাপ্রাপ্ত রুবেল কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার মনিরচর গ্রামের আব্দুর রশিদের ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, আসামি রুবেল অষ্টম শ্রেণি পড়ুয়া স্থানীয় এক কিশোরী শিক্ষার্থীকে (১৩) প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতেন। বিষয়টি ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা-মা রুবেলের পরিবারকে জানালে রুবেল ক্ষিপ্ত হয়ে ওঠেন। এরপর ২০১২ সালের ১৪ মার্চ আসামি রুবেল ওই শিশু শিক্ষার্থীকে অপহরণের পর ধর্ষণ করেন।
এ ঘটনায় শিক্ষার্থীর বড় ভাই বাদী হয়ে নাগেশ্বরী ধানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। দীর্ঘ ১৩ বছর বিচারকার্য চালানোর পর মঙ্গলবার দুপুরে আদালত রায় ঘোষণা করেন।
বেঞ্চ সহকারী এরশাদ আলী বলেন, আসামি রুবেলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯ (১) ধারায় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৭ ধারায় ১০ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন।
রায় ঘোষণাকালে ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর মিজানুর রহমান সরকার উপস্থিত ছিলেন।
এসআরএস