মাদারীপুরের কালকিনি উপজেলার চরফতেহ বাহাদুর এলাকায় খালের পানিতে ডুবে নিখোঁজ হওয়ার একদিন পর শিশু ওয়ালিদ হাসানের (৩) লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার(২ সেপ্টেম্বর) সকালে ওই খালের পানিতে ভাসমান অবস্থায় শিশুটির লাশ উদ্ধার করে স্থানীয়রা।
জানা গেছে, সোমবার বিকেলে খালের পাড়ে খেলতে গিয়ে নিখোঁজ হয় ওয়ালিদ। স্থানীয়রা রাত ৮টা পর্যন্ত খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। । পরে বিষয়টি কালকিনি ফায়ার সার্ভিসকে জানানো হলে উদ্ধার অভিযান শুরু হয়। মাদারীপুর থেকে বিশেষ ডুবুরি দল এনে খালে তল্লাশি চালানো হলে তারাও খুঁজে পাননি। পরে মঙ্গলবার সকালে খালের পানিতে ভাসে থাকা অবস্থায় শিশুটির লাশ উদ্ধার করে স্থানীয়রা।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, আইনি প্রক্রিয়া শেষে শিশুটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এসআরএস