ঢাকা, বুধবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

নাটোরে হালতিবিলে নৌকাডুবে জেলের মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৫, সেপ্টেম্বর ২, ২০২৫
নাটোরে হালতিবিলে নৌকাডুবে জেলের মৃত্যু  নাটোরের মানচিত্র

নাটোরের হালতিবিলে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে মো. আল আমিন হোসেন (২৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে।

সোমবার (০১ সেপ্টেম্বর) দিন গত রাত দেড়টার সময় নলডাঙ্গা উপজেলার হালতিবিলের মোহনপুর এলাকায় এ ঘটনা ঘটে।

 

সাঁতার না জানার কারণে পানিতে ডুবে নিখোঁজ হন আল আমিন। এছাড়া ওই নৌকায় থাকা আল আমিনের বাবা জয়তুন মৃধা (৫২) ও প্রতিবেশী আব্দুর রহমান (৩০) সাঁতরে পাড়ে উঠে আসেন।  

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, সোমবার দিনগত রাতে প্রতিদিনের মতো তারা হালতিবিলে একটি ছোট নৌকা নিয়ে মাছ ধরতে যান। তারা হালতিবিলের মোহনপুর এলাকায় অবস্থান করছিলেন। রাত আনুমানিক দেড়টার সময় আকস্মিকভাবে ঝড়ের কবলে পড়ে তাদের নৌকাটি ডুবে যায়। এ সময় জয়তুন মৃধা ও আব্দুর রহমান নামে দুইজন সাঁতরে পাড়ে উঠলেও আল আমিন পানিতে তলিয়ে নিখোঁজ হন।  

পরে রাত থেকেই স্থানীয় লোকজন তাকে অনেক খোঁজাখুঁজি করে তার সন্ধান পায়নি। এ অবস্থায় আজ সকালে তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। তবে তার আগেই স্থানীয়রা নিখোঁজ আল আমিনের লাশ উদ্ধার করেন।  

ওসি আরও বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহত আল আমিনসহ অন্যদের বাড়ি জেলার সিংড়া উপজেলার ঢাকঢোর ডাঙ্গাপাড়া গ্রামে। তারা পেশায় মৎস্যজীবী বলে জানা গেছে।  

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।