ঢাকা, বুধবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

পঞ্চগড়ের আকাশে আবারো উঁকি দিয়েছে কাঞ্চনজঙ্ঘা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৮, সেপ্টেম্বর ২, ২০২৫
পঞ্চগড়ের আকাশে আবারো উঁকি দিয়েছে কাঞ্চনজঙ্ঘা  কাঞ্চনজঙ্ঘা 

দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে বরাবরই প্রকৃতি তার সৌন্দর্যের উন্মুক্ত জানালা খুলে দেয়। এবারও তার কমতি নেই।

বিগত কয়েক বছরের মতো এবারও কয়েক মিনিটের জন্য হলেও, পঞ্চগড়ের আকাশে আবারো উঁকি দেওয়া শুরু করেছে বিশ্বের তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা।  

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে হঠাৎ করেই উঁকি দিয়েছে পরিষ্কার নীল আকাশে এই পর্বত শৃঙ্গটি। বাংলানিউজের প্রতিবেদকের ক্যামেরায় হঠাৎ করেই ধরা পড়ে পর্বত শৃঙ্গটির এই দৃশ্য। একইসঙ্গে দেখা গেছে জেলার বিভিন্ন প্রান্তের মানুষ খানিক সময়ের জন্য উপভোগ করেছেন মনোমুগ্ধকর এই সৌন্দর্য।

কাঞ্চনজঙ্ঘার এই উঁকি যেন পুরো জেলার আকাশে আনন্দ ছড়িয়ে দিয়েছে। আর এই দৃশ্য সবাই তার মোবাইলফোনে ধারণ করে ছড়িয়ে দিচ্ছেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। এ দৃশ্য যেন এক নতুন সময়ের সূচনা করেছে।  

এর আগে, গত সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ও বিকেলেও খানিকটা দৃশ্যমান হয়েছিল। তবে মঙ্গলবার তার সৌন্দর্য ছিল আরও স্পষ্ট ও দৃষ্টিনন্দন।  

খবর নিয়ে জানা গেছে- জেলার পঞ্চগড় সদর, তেঁতুলিয়া, বোদা, আটোয়ারী উপজেলার বিভিন্ন এলাকা থেকে দেখা গেছে বরফে মোড়ানো বিশাল সাদা এই পাহাড়। সময়ের সঙ্গে আবার নীল আকাশে ঢেকে যায়।

স্থানীয়রা বলছেন, এখনো কাঞ্চনজঙ্ঘা দেখার মোক্ষম সময় না হলেও, সেপ্টেম্বরের গত দুদিন থেকে মাঝেমধ্যে পরিষ্কার আকাশে দেখা যাচ্ছে। তবে ভাগ্য সহায় হলে- আবারও দেখা মিলতে পারে এই পর্বত শৃঙ্গটি। তবে অনেকের দাবি অক্টোবরের পর থেকে পরিষ্কার ভাবে দেখা মিলবে কাঞ্চনজঙ্ঘার।

পঞ্চগড়ের জালাসী এলাকার বাসিন্দা সুজন ইসলাম বাংলানিউজকে জানান, পঞ্চগড় করতোয়া সেতু পার হওয়ার সময় হঠাৎ করেই জটলা দেখতে পাই। কাছে গিয়ে দেখি সবাই কাঞ্চনজঙ্ঘার মনোরম দৃশ্য উপভোগ করছে। নিজেকে আটকাতে পারিনি। কয়েকটি ছবি নিজের মোবাইলফোনেও ধারণ করেছি।

পঞ্চগড়ের গণমাধ্যমকর্মী নূর হাসান বাংলানিউজকে বলেন, বিকেলের দিকে পঞ্চকোট থেকে বোদা উপজেলায় নিউজের কাজের উদ্দেশে বের হয়েছিলাম। হঠাৎ করেই পশ্চিম আকাশে চোখে পড়ে কাঞ্চনজঙ্ঘার মনোরম দৃশ্য। গতকাল খানিক সময়ের জন্য দেখা দিলেও সেটি ক্যামেরাবন্দি করতে পারিনি। তবে আজকের দৃশ্যটি ক্যামেরাবন্দি করেছি।  

তবে এই দৃশ্য পুরোনো হলেও প্রতিবারে প্রথম দেখাতে অনেক ভালো লাগে। মনে হয় নতুন কিছু একটা দেখছি।

পঞ্চগড় ধাক্কামারা এলাকার বাসিন্দ আব্দুল মতিন বাংলানিউজকে বলেন, আজ হঠাৎ করে পরিষ্কার আকাশে দেখা মিলেছে কাঞ্চনজঙ্ঘা পাহাড়টি। স্থানীয় মানুষজন বিষয়টি আনন্দের সঙ্গে উপভোগ করেছে।

কেউ মোবাইলের ক্যামেরায় ছবি তুলেছেন, কেউ আবার পরিবারের সঙ্গে বসে প্রকৃতির অনন্য সৌন্দর্য উপভোগ করেছেন।

এদিকে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বাংলানিউজকে বলেন, আবহাওয়া পরিবর্তন হচ্ছে, সঙ্গে গরম ও ঠান্ডা আবহাওয়া দেখা দিচ্ছে। ফলে গত দুদিন ধরে আকাশ পরিষ্কার ছিল। যার কারণে মাঝেমধ্যে পরিষ্কার আকাশে দেখা মিলে এই কাঞ্চনজঙ্ঘার।  

তিনি আরও বলেন, দুদিন আকাশ পরিষ্কার থাকলেও, আগামী সাত দিনের মধ্যে মেঘলা আকাশ ও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে করে আবারো আকাশ মেঘে ঢেকে থাকবে। একইসঙ্গে নভেম্বর পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা রয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

মূলত ভৌগোলিকভাবে পঞ্চগড় জেলা বাংলাদেশের সর্বউত্তরে হিমালয় পর্বতমালার কাছে অবস্থিত। সেপ্টেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত আকাশ পরিষ্কার থাকলে বেশ কয়েকবার দেখা মেলে এই পর্বতের। আবহাওয়া অনুকূলে থাকলেই সৌভাগ্যবান দর্শনার্থীরা দেখতে পান কাঞ্চনজঙ্ঘার মনোমুগ্ধকর রূপ।

কাঞ্চনজঙ্ঘা হিমালয় পর্বতমালার একটি শৃঙ্গ, যার উচ্চতা প্রায় ৮,৫৮৬ মিটার (২৮,১৬৯ ফুট)। এটি বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বত, যা ভারত-নেপাল সীমান্তে অবস্থিত। ‘কাঞ্চনজঙ্ঘা’ শব্দটির অর্থ-‘পাঁচটি ধন-সম্পদের ভাণ্ডার’। বরফে মোড়ানো এই পাহাড় সূর্যের আলোয় কখনো সোনালি, কখনো রুপালি, আবার কখনো গোলাপি আভায় ঝলমল করে ওঠে।

এসআরএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।