ঢাকা, মঙ্গলবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

নীলফামারীর উত্তরা ইপিজেডে সংঘর্ষ, শ্রমিক নিহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪৪, সেপ্টেম্বর ২, ২০২৫
নীলফামারীর উত্তরা ইপিজেডে সংঘর্ষ, শ্রমিক নিহত  আন্দোলনে উত্তাল উত্তরা ইপিজেড

নীলফামারী: নীলফামারীর উত্তরা ইপিজেডে একটি কোম্পানির আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে যৌথবাহিনীর সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় হাবিব (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

এতে আহত হয়েছেন আটজন।  

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে।
  
সূত্র জানায়, কয়েক দিন ধরে উত্তরা ইপিজেডের একটি কোম্পানির শ্রমিকরা বিভিন্ন দাবিতে আন্দোলন করে আসছিলেন। মঙ্গলবার সকালে ইপিজেডের প্রধান গেট বন্ধ করে দেওয়া হয়। ফলে কোনো কর্মী ভেতরে ঢুকতে পারেননি। এরপর তারা বিক্ষোভ শুরু করেন। এসময় যৌথবাহিনী তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে সংঘর্ষ বেধে যায়। এসময় হাবিব নামে ওই কোম্পানির এক শ্রমিক নিহত ও আট শ্রমিক আহত হন। হাবিবের বাড়ি নীলফামারী জেলা সদরের সংগলশীতে।

আহতদের নীলফামারী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

বর্তমানে ইপিজেড এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।  

কর্তৃপক্ষ শ্রমিকদের সব দাবি মেনে অনির্দিষ্টকালের জন্য কোম্পানি বন্ধ ঘোষণা করেছে।  

হাসপাতালের সামনে স্বজন ও শ্রমিকদের ভিড়

নীলফামারী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তানজিরুল ইসলাম ফারহান জানান, মৃত অবস্থায় হাবিব নামে এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। তার বুকে একটু ক্ষত ছিল। তবে এটি গুলির চিহ্ন কি না তা ময়নাতদন্ত রিপোর্ট ছাড়া বলা সম্ভব নয়।  

তবে এ বিষয়ে পুলিশের বক্তব্য এখনো পাওয়া যায়নি।  

এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।