নাটোর: নাটোরে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় মো. নাজিম উদ্দীন (৩৫) নামে এক পথচারী নিহত হয়েছেন।
রোববার (২৪ আগস্ট) সকাল পৌনে ৯টার দিকে সদর উপজেলার হয়বতপুর এলাকায় ঢাকা-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাজিম উদ্দীন সদর উপজেলার ইব্রাহিমপুর গ্রামের মৃত সিরাজ উদ্দীনের ছেলে।
হাইওয়ে পুলিশের ঝলমলিয়া ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর (পরিদর্শক) মো. মাহাবুর রহমান এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, নাজিম উদ্দীন সকালে হয়বতপুর এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এসময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠান। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এসআই