গাইবান্ধার সুন্দরগঞ্জে হরিপুর মওলানা ভাসানী সেতুর বিদ্যুৎ সংযোগের তার চুরির ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) রাতে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাকিম আজাদ বিষয়টি নিশ্চিত করেন।
এসময় তিনি বলেন, সেতুর সিকিউরিটি ইনচার্জ নুর আলম বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। তার চুরির বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এর সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে এখনও কাউকে আটক করা যায়নি।
গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী জানান, গাইবান্ধা ও কুড়িগ্রামের হাজারো মানুষের স্বপ্নপূরণে তিস্তার বুকে দাঁড়ানো দৃষ্টিনন্দন মওলানা ভাসানী সেতু উদ্বোধনের রাতেই অজ্ঞাতনামা ব্যক্তিরা সেতুর হরিপুর পয়েন্ট থেকে সংযোগ নেওয়া ৩১০ মিটার বৈদ্যুতিক তার কেটে নিয়ে গেছে। পুনরায় বিদ্যুৎ সংযোগ চালু করতে কাজ চলছে। দ্রুত সেতুর ল্যাম্পপোস্টগুলোতে বিদ্যুৎ সংযোগ চালুর চেষ্টা করা হচ্ছে।
এর আগে গত বুধবার (২০ আগস্ট) সেতুটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
মোট ৯২৫ কোটি টাকা ব্যয়ে গাইবান্ধার সুন্দরগঞ্জের হরিপুরঘাটে তিস্তার ওপর নির্মিত ১ হাজার ৪৯০ মিটার দীর্ঘ ও ৯ দশমিক ৬ মিটার প্রস্থের এই সেতুটি দেশের ইতিহাসে এলজিইডির সর্ববৃহৎ প্রকল্প। এর অর্থায়ন করেছে বাংলাদেশ সরকার (জিওবি), সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্ট (এসএফডি) এবং ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ওফিড)।
** তার চুরি, উদ্বোধনের রাত থেকেই অন্ধকারে মওলানা ভাসানী সেতু
এসআরএস