ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

সারাদেশ

উল্লাপাড়ায় কবর থেকে ৭ কঙ্কাল চুরি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৪, আগস্ট ২২, ২০২৫
উল্লাপাড়ায় কবর থেকে ৭ কঙ্কাল চুরি কবর থেকে কঙ্কাল চুরি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি কবরস্থান থেকে রাতের অন্ধকারে সাতটি কঙ্কাল চুরি হয়ে গেছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতের কোনো এক সময় উপজেলার কয়রা ইউনিয়নের নগর কয়রা ও কৃষ্টপুর কয়রা যৌথ কবরস্থানে এ ঘটনা ঘটে।

শুক্রবার (২২ আগস্ট) ভোরে মুসল্লিরা কবর জিয়ারতে গিয়ে কঙ্কাল চুরির বিষয়টি জানতে পারেন। খবর পেয়ে দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে উল্লাপাড়া থানা পুলিশ।

স্থানীয়রা জানান, নগর কয়রা ও কৃষ্টপুর কয়রা গ্রামবাসীর যৌথ কবরস্থানটিতে প্রতি শুক্রবার ফজরের নামাজের পরে মুসল্লিরা জিয়ারত করতে যান। শুক্রবার ভোরে জিয়ারতের সময় তারা একাধারে সাতটি কবরে মাটি খোঁড়া দেখতে পান। পরে খোঁড়া কবরগুলোতে উঁকি দিয়ে দেখা যায়, ভেতরে কোনো কঙ্কাল নেই। বিষয়টি পুলিশকে জানালে তারা ঘটনাস্থল পরিদর্শনে আসেন।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। কঙ্কালগুলো কেউ নিয়ে গেছে নাকি চুরি হয়েছে, বিষয়টি এখনও নিশ্চিত নয়। অনুসন্ধান করে দেখা হচ্ছে, এরপর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।