ঢাকা, মঙ্গলবার, ৪ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

বসুন্ধরা শুভসংঘ

বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে শাবিপ্রবিতে সাইবার নিরাপত্তা বিষয়ক সেমিনার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৩, আগস্ট ১৯, ২০২৫
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে শাবিপ্রবিতে সাইবার নিরাপত্তা বিষয়ক সেমিনার  ব্যক্তি জীবনে সাইবার নিরাপত্তার ধারণা ও হুমকি  মোকাবিলার উপায় বিষয়ক সেমিনার

বসুন্ধরা শুভসংঘ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখার উদ্যোগে 'ব্যক্তি জীবনে সাইবার নিরাপত্তার ধারণা ও হুমকি মোকাবিলার উপায়' বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।  

মঙ্গলবার (১৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান ভবনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

 

সেমিনারে বসুন্ধরা শুভসংঘ শাবিপ্রবি শাখার সভাপতি মো. মোফাজ্জল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদাওসী সোনালীর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাবিপ্রবির সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. তাহমিনা ইসলাম।  

এছাড়া আরও উপস্থিত ছিলেন- সহসভাপতি শিপ্রা রানী নাথ ও মো. হোসাইন ইকবাল, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দা রোকসানা আক্তার ও শেখ সাদনাতুজ জামান রিচি, সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান হিমন, সহ সাংগঠনিক সম্পাদক মাহফুজ হোসেন সাগর, দপ্তর সম্পাদক মো. জাবির, কর্ম ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক মোজাহিদুল ইসলাম ইমন, প্রচার সম্পাদক আরাফাত আহমেদ আকাশ, সাহিত্য ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক লাবন্য রায়, স্বাস্থ্য ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক পূজা রায়, ক্রীড়া সম্পাদক মো. গোলাম সারোয়ার, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাফির মিয়া তাসিন, নারী ও শিশু বিষয়ক সম্পাদক সৃষ্টি দাস, শিক্ষা ও পাঠ্যচক্র বিষয়ক সম্পাদক উম্মে জারিন তাসনিম, আপ্যায়ন বিষয়ক সম্পাদক সাম্য দাস, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক সাবেরা মাহমুদা তাসফিয়া ও সমাজকল্যাণ সম্পাদক মো. শরীফ উদ্দিন।  

কার্যকরী সদস্যদের মধ্যে ছিলেন- সিফাতুল কাফিয়া, রিদওয়ানুল হক, ঋতু সাহা, মঞ্জুরুল ইসলাম, আল আমিন আহমেদ বাপ্পি, অংকিতা সাহা, ইমন মজুমদার, শারমিন আক্তার, দেবেন্দ্রনাথ ও আবু নোমান আলভি।

সেমিনারে সাইবার সিকিউরিটি সম্পর্কে সম্যক ধারণা ও দৈনন্দিন জীবনে সাইবার নিরাপত্তার প্রয়োজনীয়তা, ব্যবহার এবং ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যম সুরক্ষা রাখার নানা কৌশল সম্পর্কে ধারণা দেওয়া হয়। ব্যক্তিগত জীবনে তথ্যের অবাধ ব্যবহার এবং অসচেতনতার ফলে হ্যাকাররা কীভাবে ব্যক্তি জীবনকে হুমকির মুখে ফেলে তা দেখানো হয়। অনলাইনে পেমেন্ট করার ক্ষেত্রে সুরক্ষিত ওয়েবসাইট সনাক্ত করে টাকা পেমেন্ট করার কৌশল দেখানো হয়।  

এছাড়াও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে নারীদের ডিপফেক ছবি/ভিডিও বানিয়ে সামাজিকভাবে হেনস্তা করার বিভিন্ন বাস্তবিক উদাহরণ তুলে ধরা হয়। এসব সমস্যা মোকাবিলায় প্রযুক্তির নিরাপদ ব্যবহার এবং আইনি সহযোগিতায় করণীয় দিকসমূহও আলোচনা করা হয়।  

সেমিনারে বসুন্ধরা শুভসংঘ শাবিপ্রবি শাখার সভাপতি মো. মোফাজ্জল হক বলেন, তথ্যপ্রযুক্তির এই যুগে পুরো বিশ্ব এখন আমাদের হাতের মুঠোয়। প্রযুক্তির ব্যবহার আমাদের জীবনকে যেভাবে সহজ করে দিয়েছে, তেমনি এর অপব্যবহারও বেড়েছে। তথ্যের অপব্যবহার রুখতে আমাদের সচেতন হতে হবে। অন্যথায় আমরা যেকোনো সময় সাইবার আক্রমণের শিকার হতে পারি।  

সেমিনারে সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. তাহমিনা ইসলাম বলেন, সাইবার সিকিউরিটি আজকের ডিজিটাল যুগে অত্যন্ত জরুরি একটি বিষয়। আমাদের ব্যক্তিগত তথ্য, আর্থিক লেনদেন, সরকারি গোপন নথি এবং প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ডেটা প্রতিনিয়ত সাইবার হামলার ঝুঁকিতে থাকে। সাইবার সিকিউরিটি আমাদের এই তথ্যগুলোকে সুরক্ষিত রাখে। এমনকি সাইবার সচেতনতা আর্থিক ক্ষতি প্রতিরোধ করে, ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করে এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করে। কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তির দ্রুত অগ্রগতির ফলে হুমকিও প্রতিনিয়ত বাড়ছে। তাই নিরাপদ ও বিশ্বস্ত ডিজিটাল সমাজ গড়ে তুলতে সাইবার সিকিউরিটি অপরিহার্য।

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।