ঢাকা, মঙ্গলবার, ৪ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

সারাদেশ

দুই মোটরসাইকেল ও ভ্যানের সংঘর্ষে স্কুলছাত্র নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১২, আগস্ট ১৯, ২০২৫
দুই মোটরসাইকেল ও ভ্যানের সংঘর্ষে স্কুলছাত্র নিহত নড়াইলের মানচিত্র

নড়াইল সদর উপজেলায় দুই মোটরসাইকেল ও ভ্যানের সংঘর্ষে অপু বিশ্বাস (১৪) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন  ভ্যানচালক ও দুই আরোহীসহ ছয়জন।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে নড়াইল-খুলনা জেলা সড়কের গোবরা এলাকার মুচিদাহ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অপু বিশ্বাস গোবরা পার্বতী বিদ্যাপীঠের দশম শ্রেণির ছাত্র। সে গোবরা গ্রামের নাতু বিশ্বাসের ছেলে।

আহতদের মধ্যে গুরুতর মোটরসাইকেলের দুই আরোহী সাকিব (২০) নারায়ণ (২৮) ও অপর আরোহী লোহাগড়া উপজেলার কচু বাড়িয়া গ্রামের সুকদেব কুমারকে (৫০) উন্নত চিকিৎসার জন্য খুলনা ও যশোর পাঠানো হয়েছে।  

এছাড়া ভ্যানচালক ও দুই যাত্রীকে ঘটনাস্থল থেকেই খুলনায় চিকিৎসার জন্য নিয়ে যায় স্বজনরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাকিব ও অপু দুই বন্ধু নড়াইল থেকে সিকির হাটের দিকে যাচ্ছিলেন। অন্যদিকে খুলনার ফুলতলা থেকে যাত্রী নিয়ে নড়াইলের দিকে ফিরছিল ভাড়ায়চালিত মোটরসাইকেল চালক নারায়ণ বিশ্বাস। মির্জাপুর বাজার পেরিয়ে সোনাডাঙ্গা মোড়ে বেপরোয়া গতির একটি মোটরসাইকেল সাকিব ও অপু মোটরসাইকেল এবং ভ্যানের ওপর আছড়ে পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যায় স্কুলছাত্র অপু বিশ্বাস।  

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি আহতদের উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়েছে।  

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।