নাটোরে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় এক অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) জড়িয়ে জঙ্গি সংগঠন হিসেবে আখ্যায়িত করে বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর বক্তব্যের জন্য বিএনপিকে ক্ষমা চাওয়ার আহবান জানিয়েছেন সংগঠনের জেলা কমিটি।
একই সঙ্গে বিপ্লবী ছাত্র-জনতাকে মিথ্যা ট্যাগিং, হেয় করা এবং জঙ্গি আখ্যা দেওয়ার তীব্র নিন্দা জানিয়েছেন তারা।
সোমবার (১৮ আগস্ট) দুপুর ১২টার সময় এনসিপির দলীয় জেলা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানিয়ে লিখিত বক্তব্য পাঠ করেন এনসিপি নাটোর জেলা শাখার যুগ্ম সমন্বয়ক হাফিজুর রহমান ময়না।
এসময় তিনি সংগঠনের জেলা কমিটির প্রধান সমন্বয়কারী প্রফেসর এসএম জার্জিস কাদির স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির আলোকে বক্তব্য উপস্থাপন করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা শাখার যুগ্ম সমন্বয়ক মো. মাহফুজ আলম ও সদস্য মাসুম হাসান ভুঁইয়া প্রমুখ।
সংবাদ সম্মেলনে হাফিজুর রহমান ময়না বলেন, সম্প্রতি নাটোর জেলায় সনাতন ধর্মাবলম্বী ভাইদের ধর্মীয় অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিএনপি নেতা ও সাবেক উপমন্ত্রী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে বক্তব্যে জাতীয় নাগরিক পার্টির (এসসিপি) ন্যায্য দাবিকে কেন্দ্র করে মিথ্যা, বিভ্রান্তিকর এবং রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত মন্তব্য করেছেন।
তিনি বক্তব্যের একপর্যায়ে জাতীয় নাগরিক পার্টিকে জঙ্গি সংগঠন হিসেবে আখ্যায়িত করেন, যা সম্পূর্ণ ভিত্তিহীন, বিবেকবর্জিত এবং দেশের রাজনৈতিক সংস্কৃতির জন্য হুমকিস্বরূপ। এ ধরনের বক্তব্য কেবলমাত্র নব্য আওয়ামী ফ্যাসিবাদী শক্তির ভাষা ধার করে বলা হয়েছে, যা একটি নতুন রাজনৈতিক সংগঠনের গণতান্ত্রিক অধিকারকে খর্ব করার অপচেষ্টা।
সংবাদ সম্মেলনে বিএনপিকে ঈঙ্গিত করে লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, আমরা জনগণকে বরং মনে করিয়ে দিতে চাই, বিএনপির অতীত শাসনামলেই বাংলা ভাই, জেএমবি, হরকাতুল জিহাদসহ নানা জঙ্গি সংগঠন কীভাবে রাষ্ট্রীয় উদাসীনতায় বেড়ে উঠেছিল তা দেশের মানুষ ও গণমাধ্যমের কাছে সুপরিচিত। সুতরাং, বিএনপির মতো ইতিহাস বহনকারী দলের একজন সিনিয়র নেতার মুখ থেকে এই ধরনের বিবেক বর্জিত ও মিথ্যা অভিযোগ শোনা অত্যন্ত দুঃখজনক।
সংবাদ সম্মেলনে বিএনপির নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক শালীনতা বজায় রেখে মুক্তিকামী শক্তিকে সম্মান দিন, মিথ্যা অপপ্রচার থেকে সরে এসে দেশের জন্য মৌলিক সংস্কার ও সুস্থ রাজনীতির প্রতিযোগিতায় অংশ নিন। আমরা আশা করি, সব রাজনৈতিক দল বিচার সংস্কার, নতুন সংবিধান ও জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসবে।
সংবাদ সম্মেলনে এনসিপি নেতা হাফিজুর রহমান ময়না বলেন, আমরা স্মরণ করিয়ে দিতে চাই, জাতীয় নাগরিক পার্টি হলো জুলাই বিপ্লবের অগ্নিগর্ভ থেকে উঠে আসা একটি গণতান্ত্রিক সংগঠন। যারা দেশের মৌলিক অধিকার, বিচার সংস্কার এবং জনগণের শাসন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছে। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা স্পষ্টভাবে জানাচ্ছি-বিচার সংস্কার, জুলাই সনদের আইনি ভিত্তি এবং নতুন সংবিধান ছাড়া ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন সম্ভব নয়।
তিনি বলেন, জুলাই বিপ্লবের সময় আমরাই রাজনৈতিক নিপীড়নের শিকার দলের নেতাদের কারাগারের শিকল ভেঙে রাজনীতি করার অধিকার ফিরিয়ে দিয়েছি। সেই সময়ে বিপ্লবী ছাত্র-জনতা জীবন বাজি রেখে যে সংগ্রাম করেছে, তার ফলেই গণতান্ত্রিক রাজনীতির পথ উন্মুক্ত হয়েছিল। বিএনপিসহ বহু দল আজ যাদের কল্যাণে রাজনীতি করছে, তাদের অবদান ভুলে যাওয়া শুধু অকৃতজ্ঞতা নয়, রাজনৈতিক ইতিহাসের বিকৃতি।
অতএব, আজ সেই দলের একজন সিনিয়র নেতা আমাদের বিপ্লবী ইতিহাসকে কলঙ্কিত করার চেষ্টা করছেন এবং বিপ্লবী ছাত্র-জনতাকে জঙ্গি আখ্যা দিচ্ছেন-এটি লজ্জাজনক, রাজনৈতিক নৈতিকতার চরম অবক্ষয় এবং মুক্তিকামী শক্তির বিরুদ্ধে ষড়যন্ত্র। আমরা বিপ্লবী ছাত্র-জনতাকে মিথ্যা ট্যাগিং, হেয় করা এবং জঙ্গি আখ্যা দেওয়ার তীব্র নিন্দা জানাচ্ছি। পাশাপাশি আমরা দাবি করছি, অবিলম্বে এই বক্তব্যের জন্য সার্বজনীন ক্ষমা চাইতে হবে।
আরএ