ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

সারাদেশ

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গণঅনশন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৬, আগস্ট ১৬, ২০২৫
স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গণঅনশন গণঅনশন

সিরাজগঞ্জ: রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের ডিপিপি রোববারের (১৭ আগস্ট) একনেক সভায় অনুমোদনের দাবিতে গণঅনশন ও প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছেন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা।

শনিবার (১৬ আগস্ট) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩-এ পৃথকভাবে এ অনশন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

এদিকে এ অনশনে সংহতি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব সাইফ মোস্তাফিজ, বহলবাড়ি ও বুড়িপোতাজিয়া সচেতন নাগরিক ফোরাম, শাহজাদপুর সচেতন নাগরিক ফোরাম, মালিথা স্মৃতি পরিষদ, শাহজাদপুর স্বার্থরক্ষা কমিটিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

সংহতি প্রকাশ করে শাহজাদপুর স্বার্থরক্ষা কমিটির সাধারণ সম্পাদক আমির হোসেন সবুজ বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস শাহজাদপুর থেকে স্থানান্তরের পাঁয়তারা করা হলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।

শাহজাদপুর স্বার্থরক্ষা কমিটির সভাপতি অ্যাডভোকেট আনোয়ার হোসেন বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় নিয়ে কোনো ষড়যন্ত্র শাহজাদপুরের মানুষ মেনে নেবে না। আগামী একনেক সভায় ডিপিপির অনুমোদন চাই শাহজাদপুরের মানুষ।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর নজরুল ইসলাম বলেন, ডিপিপি দ্রুত অনুমোদনের দাবিতে আমরা শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা বিভিন্ন শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে যাচ্ছি। ১৭ আগস্টের একনেক সভায় অনুমোদন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। ওই দিন আমরা অবস্থান কর্মসূচি পালন করব। ডিপিপি অনুমোদন না হলে তাৎক্ষণিকভাবে লাগাতার আন্দোলনে চলে যাব।

তিনি আরও বলেন, নয় বছর ধরে বিশ্বকবির নামাঙ্কিত এ প্রতিষ্ঠানটি অবহেলিত হয়ে আছে। স্থানীয় জনগণ, শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে প্রবঞ্চনা করা হয়েছে। সবার মাঝে বিরাজমান দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ একনেক সভায় অনুমোদন না হলে বিস্ফোরিত হবে। এর দায় সরকারের সংশ্লিষ্ট মহল এবং ষড়যন্ত্রকারীদের নিতে হবে।

গণঅনশনরত সাধারণ শিক্ষার্থীরা বলেন, আমাদের ফেরার পথ বন্ধ। আমরা অনেক প্রহসনের সাক্ষী হয়েছি, আর হতে চাই না। আমরা জানতে পেরেছি রোববার (১৭ আগস্ট) রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের ডিপিপি একনেক সভায় উপস্থাপন করা হবে। আমরা চাই আমাদের ডিপিপি পূর্ণ অনুমোদন হোক। যতদিন অনুমোদন না হবে, ততদিন আমাদের আন্দোলন চলবে।

উল্লেখ্য, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে গত ২৬ জুলাইয়ের বিশ্ববিদ্যালয় দিবস বয়কট করে লাগাতার আন্দোলন করে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীরা।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।