পাবনা (ঈশ্বরদী): রাজশাহী থেকে ঢাকাগামী আন্তঃনগর ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের কেবিন থেকে ১ কেজি হেরোইনসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে রেলওয়ে থানা পুলিশ। আটকদের মধ্যে দুজন নারী ও এক পুরুষ রয়েছেন।
শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে পাকশী রেলওয়ে জেলা (জিআরপি) পুলিশের পুলিশ সুপার মেহেদী হাসান বাংলানিউজকে এ তথ্য জানান।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে রাজশাহী থেকে ছেড়ে আসা ধূমকেতু এক্সপ্রেসের ‘গ’ বগির ১ নম্বর কেবিন থেকে মাদকের চালানসহ তাদের আটক করা হয়।
আটকরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের শংকরবাটি গ্রামের নাসিরুল ইসলামের স্ত্রী রোকসানা নাসরিন (৩৬), একই জেলার চরহরিশপুর গ্রামের রাকিব হোসেনের স্ত্রী ফিরোজা বেগম (২৭) ও পাবনার বেড়া উপজেলার বনগ্রাম এলাকার আজগর হোসেনের ছেলে সাদ্দাম হোসেন (৩২)।
পাকশী রেলওয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার জোনাঈদ আফ্রাদ বাংলানিউজকে জানান, দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ট্রেনে সংঘবদ্ধ একটি চক্র হেরোইন পাচার করছিল। গোপন খবর পেয়ে বৃহস্পতিবার রাতে রাজশাহী থেকে ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেসের ‘গ’ বগির ১ নম্বর কেবিন তল্লাশি চালানো হয়। এসময় কেবিনে থাকা তিন যাত্রীকে দেখে সন্দেহ হলে তাদের ব্যাগ তল্লাশি করে ১ কেজি হেরোইনসহ তাদের আটক করা হয়।
পাবনা পুলিশ সুপার (এসপি) মেহেদী হাসান জানান, আন্তঃনগর ট্রেনে এখনও বড় মাদকের চালান পাচার হচ্ছে। ট্রেনে চোরাচালান বন্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের কেবিনে হেরোইন পাচারের তথ্য পাওয়ার পর টহলরত পুলিশ দল তল্লাশি চালিয়ে হেরোইন জব্দ করে। তিন যাত্রীর স্বীকারোক্তির ভিত্তিতে তাদের আটক করা হয়।
এ ঘটনায় ২০১৮ সালের ৩৬(১) সারণি ৮ (গ)/৪১ ধারায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা নথিভুক্ত করে তাদের রাজশাহী আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এসআরএস