ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

সারাদেশ

গোপনে সাংগঠনিক কার্যক্রম, রাঙামাটিতে যুবলীগের নেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩৪, আগস্ট ১২, ২০২৫
গোপনে সাংগঠনিক কার্যক্রম, রাঙামাটিতে যুবলীগের নেতা আটক

রাঙামাটি শহরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জেলা যুবলীগের সহ-সাধারণ সম্পাদক ও রাঙামাটি ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির সভাপতি মো. মিজানুর রহমান মিজানকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১২ আগস্ট) সকালে রাঙামাটি কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন ।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন বলেন, সোমবার দিনগত রাতে বনরূপা বাজার থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, মিজান গ্রেপ্তারের পূর্ব মুহূর্ত পর্যন্ত পতিত সরকারের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে সার্বক্ষণিকভাবে যোগাযোগ করে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছিল। বিষয়টি তার মুঠোফোনের মাধ্যমেও নিশ্চিত হয় পুলিশ। মিজানের বিরুদ্ধে একাধিক অভিযোগ তারা তদন্ত করে দেখছেন। এ ছাড়াও মিজানের আয় নিয়েও খোঁজ করছে অন্য একটি সংস্থা।

আটকের পর তার মুঠোফোন চেক করে দেখা যায়, তিনি রাঙামাটির সাবেক পৌর মেয়র ও জেলা যুবলীগের সভাপতি আকবর হোসেন চৌধুরীর সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রেখে দলীয় কার্যক্রম পরিচালনা করতেন এবং মিজান ইতোমধ্যেই পাসপোর্ট-ভিসা করে দেশ ত্যাগের প্রস্তুতিও নিচ্ছিলেন—এমন তথ্যের কথাও জানায় পুলিশ।

এমইউএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।