ঢাকা, মঙ্গলবার, ২৭ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

সারাদেশ

টঙ্গীতে মোবাইল ছিনতাই করে পালানোর সময় গণপিটুনিতে যুবকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৯, আগস্ট ১১, ২০২৫
টঙ্গীতে মোবাইল ছিনতাই করে পালানোর সময় গণপিটুনিতে যুবকের মৃত্যু প্রতীকী ফটো।

গাজীপুরের টঙ্গীর মিলগেট এলাকায় মোবাইল ছিনতাই করে পালানোর সময় গণপিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (১১ আগস্ট) এ ঘটনা ঘটে।

 নিহতের পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ২৩ বছর। তার পরনে কালো প্যান্ট ও নীল শার্ট ছিল।  

পুলিশ ও এলাকাবাসী জানায়, টঙ্গীর মিলগেট এলাকায় যাত্রীবাহী বাস থেকে মোবাইল ছিনতাই করে পালিয়ে যাচ্ছিল ওই যুবক। এ সময় লোকজন তাকে ধাওয়া দিয়ে আটক করে। পরে গণপিটুনি দেয়। এতে তিনি গুরুতর আহত হলে তাকে টঙ্গী সরকারি হাসপাতালে নেওয়া হয়। এ সময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।  

টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মুন্নাফ জানান, গণপিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।  

আরএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সারাদেশ এর সর্বশেষ