গাজীপুরের টঙ্গীর মিলগেট এলাকায় মোবাইল ছিনতাই করে পালানোর সময় গণপিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (১১ আগস্ট) এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, টঙ্গীর মিলগেট এলাকায় যাত্রীবাহী বাস থেকে মোবাইল ছিনতাই করে পালিয়ে যাচ্ছিল ওই যুবক। এ সময় লোকজন তাকে ধাওয়া দিয়ে আটক করে। পরে গণপিটুনি দেয়। এতে তিনি গুরুতর আহত হলে তাকে টঙ্গী সরকারি হাসপাতালে নেওয়া হয়। এ সময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মুন্নাফ জানান, গণপিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আরএস/এএটি