খুলনার ফুলতলার সুপার জুট মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১০ আগস্ট) রাত সাড়ে নয়টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের বিভিন্ন স্টেশনের ছয়টি ইউনিট প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর রাত সাড়ে ১১টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
খুলনা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. মাসুদ সরদার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় জুট মিলের একটি গোডাউনে ক্ষয়ক্ষতি হয়েছে। বিভিন্ন স্টেশনের ছয়টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এ ঘটনায় কোনো হতাহত নেই।
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
এমআরএম/এমজেএফ