কক্সবাজারে বৃষ্টিতে ফুটবল খেলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
বুধবার (৬ আগস্ট) রাতে কক্সবাজারে ঝুম বৃষ্টি নামে।
এ সময় তার সঙ্গে দেখা যায় সংগঠনটির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব এস এম সুজা উদ্দিন ও স্থানীয় সংগঠক খালিদ বিন ওয়ালিদকে। এদিকে সকালে একটি সূত্র থেকে খবর আসে সারজিস আলম সস্ত্রীক গাড়িতে করেই ফিরে যাচ্ছেন ঢাকা। কিন্তু এমন খবরের সত্যতা পাওয়া যায়নি পরে আর।
হোটেল প্রাসাদ প্যারাডাইসের ব্যবস্থাপক মো. ইয়াকুব আলী বলেন, ‘তারা হয়তো লাঞ্চের পর চলে যেতে পারেন। কিন্তু নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না। ’
পরে তিনি হোটেলটির অভ্যর্থনা কর্মকর্তার সঙ্গে কথা বলতে বলেন। এ কর্মকর্তা বলেন, ‘সারজিস আলম সকালে চলে গেছেন কি না, জানি না। ’
তবে তিনি বেরিয়েছিলেন আবার ফিরে আসছেন জানি। তারা কখন যাবেন সেই বিষয়ে আসলেই আমরা জানি না। তাদের হয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করেন এখানকার স্থানীয় নেতারা। তাই কখন চেক আউট করবেন জানি না। ’
এনসিপির এই শীর্ষ পাঁচ নেতার কক্সবাজার ভ্রমণ কখন শেষ হচ্ছে সে বিষয়ে কথা বলছেন না দলটির স্থানীয় ও কেন্দ্রীয় নেতারাও।
৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তির দিন কক্সবাজার আসেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ এবং তার স্ত্রী দলটির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা। তাদের সঙ্গে আছেন সারজিসের স্ত্রীও।