ঢাকা, বুধবার, ১৫ শ্রাবণ ১৪৩২, ৩০ জুলাই ২০২৫, ০৪ সফর ১৪৪৭

সারাদেশ

ডিমলায় পেট্রল পাম্পে বিস্ফোরণ, দগ্ধ ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:০২, জুলাই ৩০, ২০২৫
ডিমলায় পেট্রল পাম্পে বিস্ফোরণ, দগ্ধ ১ ডিমলায় পেট্রল পাম্পে বিস্ফোরণ

নীলফামারীর ডিমলা উপজেলায় একটি মিনি পেট্রল পাম্পে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে পাম্পে আগুন লেগে শ্রাবণ নারায়ণ (১৮) নামে একজন কর্মচারী দগ্ধ হয়েছেন।

তাকে রংপুর মেডিকেল কলেজ  (রমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) সকালে উপজেলার বাবুরহাট টিএন্ডটি রোড সংলগ্ন ‘মেসার্স বক্কর অ্যান্ড সন্স’ নামক একটি মিনি পেট্রল পাম্পে ঘটনাটি ঘটে।  
অগ্নিদগ্ধ  শ্রাবণ ডোমার উপজেলার মৌজাপাঙ্গা এলাকার সুধু নারায়ণের ছেলে। প্রথমে তাকে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং পরে রমেক হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৈদ্যুতিক মোটরের মাধ্যমে ড্রাম থেকে মাস্টার ড্রামে পেট্রল উত্তোলনের সময় হঠাৎ মোটরটি বিস্ফোরিত হয় এবং মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। এতে শ্রাবণ নারায়ণ অগ্নিদগ্ধ হন।

পাশাপাশি, আগুনে ওই পাম্পের সাথে সংযুক্ত টিবিএস মোটরসাইকেল দোকানের অটো চার্জার আটটি , ছয়টি মোটরসাইকেল, প্রায় ১০০টি ১২ ভোল্ট ব্যাটারি, এবং পাশের গালামাল দোকানের প্রায় এক হাজার লিটার সয়াবিন তেল, ৫০ বস্তা আটা, ৫০ বস্তা চিনি, ১০০ বস্তা সাবান, ৩০ বস্তা ডিটারজেন্ট, ও পাম্পের প্রায় ২ হাজার লিটার ডিজেল ও পেট্রল পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন, আগুনে প্রায় অর্ধকোটি টাকার সম্পদ নষ্ট হয়েছে।

ডিমলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা নুর মোহাম্মদ জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এ অগ্নিকাণ্ডে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।