ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার বানিয়াপাড়া এলাকা থেকে ব্যবসায়ীদের প্রায় ৬০ লাখ টাকার মালামালসহ একটি কাভার্ডভ্যান ছিনতাই করেছে দুর্বৃত্তরা। ভুক্তভোগীরা সবাই চান্দিনা উপজেলার কাপড় ব্যবসায়ী।
এ ঘটনায় ‘নিরাপদ ট্রান্সপোর্ট’ কর্তৃপক্ষ দাউদকান্দি মডেল থানায় একটি মামলা দায়ের করেছে।
জানা গেছে, গত শুক্রবার (২৬ জুলাই) চান্দিনার ১৮ জন কাপড় ব্যবসায়ী নরসিংদীর বাবুরহাট কাপড় বাজার থেকে প্রায় ৬০ লাখ টাকার কাপড় কিনে ‘নিরাপদ ট্রান্সপোর্ট’-এর একটি কাভার্ডভ্যানে করে মালামাল পাঠান। কাভার্ডভ্যানটি দাউদকান্দির বানিয়াপাড়া এলাকায় পৌঁছালে ছিনতাইকারীদের কবলে পড়ে। তারা চালককে জিম্মি করে কাভার্ডভ্যানসহ মালামাল নিয়ে পালিয়ে যায়।
ভুক্তভোগী ব্যবসায়ী তাপস মজুমদার বলেন, আমরা প্রায়ই একত্রিত হয়ে বাবুরহাট থেকে কাপড় কিনে ট্রান্সপোর্টে পাঠাই। গত শুক্রবারও একইভাবে ১৮ জন মিলে ৬০ লাখ টাকার কাপড় কিনে ‘নিরাপদ ট্রান্সপোর্ট’-এর মাধ্যমে পাঠাই। বানিয়াপাড়ায় পৌঁছালে পেছন থেকে একটি পিকআপভ্যান এসে কাভার্ডভ্যানের গতিরোধ করে এবং চালককে সরিয়ে গাড়িটি নিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে। কিন্তু মঙ্গলবার (২৯ জুলাই) পর্যন্ত গাড়ি বা মালামালের কোনো খোঁজ মেলেনি।
আরেক ব্যবসায়ী রাজীব নন্দী বলেন, আমি থান কাপড় ও বিছানার চাদরের ব্যবসা করি। সাড়ে তিন লাখ টাকার মালামাল দিয়েছিলাম কাভার্ডভ্যানে। হঠাৎ খবর পাই, গাড়িটি ছিনতাই হয়েছে। আমরা এখন চরম বিপদে। আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি দাবি, দ্রুত ডাকাত চক্রকে গ্রেপ্তার করে আমাদের মালামাল উদ্ধার করুন।
নিরাপদ ট্রান্সপোর্টের চান্দিনা শাখার ম্যানেজার সনত কুমার নন্দী জানান, ডাকাত চক্র চালককে মারধর করে, তার বিকাশ পিন নিয়ে ৫ হাজার টাকাও ছিনিয়ে নেয়। ভোরে চালক আমাকে ফোনে বিষয়টি জানায়। আমি নিজেই বাদী হয়ে থানায় মামলা করেছি।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েদ চৌধুরী বলেন, মালামালসহ কাভার্ডভ্যান ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়েছে। গাড়ি ও মালামাল উদ্ধারে কাজ চলছে।
এসআরএস