গাজীপুর: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমাদের লড়াই শেষ হয় নাই, একটি নতুন বাংলাদেশ হিসেবে লড়াই চলমান আছে।
তিনি বলেন, আমরা ঘোষণা করেছি বাংলাদেশের প্রত্যেকটি ইঞ্চি মাটি থেকে আমরা মুজিববাদ বিতাড়িত করবো।
মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে জাতীয় নাগরিক পার্টির দেশ গড়ার প্রত্যয়ে ঘোষিত জুলাই পদযাত্রার অংশ হিসেবে গাজীপুরের শ্রীপুর উপজেলায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। এতে আরও বক্তব্য রাখেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
নাহিদ ইসলাম আরও বলেন, আজকেও গাজীপুরের সন্ত্রাসীরা টহল দিচ্ছে, মহড়া দেওয়ার চেষ্টা করছে। গোপালগঞ্জে আমাদের বাধা দিয়ে রাখা যায় নাই। আমরা গোপালগঞ্জের মাটিতে গিয়েছি এবং গাজীপুরের মাটিতেও এসেছি।
তিনি বলেন, দেশের ৬৪টি জেলায় আমরা গিয়েছি এবং যাবো। আমরা ঘোষণা করেছি দেশের প্রত্যেকটি ইঞ্চি মাটি থেকে আমরা মুজিববাদ বিতাড়িত করবো এবং বিচারের আওতায় আনবো।
দোয়া শেষে তারা গাজীপুর শহরের রাজবাড়ি মাঠে আয়োজিত পদযাত্রায় অংশ নেওয়ার উদ্দেশে রওয়ানা দেন।
আরএস/আরআইএস