নির্বাচন কমিশন (ইসি), দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) নিয়োগ স্বচ্ছ-নিরপেক্ষ ও দলীয়করণ মুক্ত রাখতে সাংবিধানিক কমিটি গঠনের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
সোমবার (২৮ জুলাই) বিকেলে ময়মনসিংহের টাউন হল মাঠে এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচি শেষে গণজমায়েতে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, নির্বাচন কমিশনসহ দুদক এবং পিএসসির নিরপেক্ষ ও স্বচ্ছ নিয়োগের জন্য সাংবিধানিক কমিটি তৈরি করতে হবে। আমরা প্রত্যাশা করব নিরপেক্ষ পুলিশ, নিরপেক্ষ আদালত। এসব প্রতিষ্ঠানে সংস্কার প্রয়োজন।
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক বলেন, জুলাই পদযাত্রায় নেমেছি। আমরা এখনো আকাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি। দেশে সংস্কার প্রক্রিয়া চলছে। ঐকমত্য কমিশন বলেছে- জুলাই সনদ হবে, আমরাও বলেছি জুলাই সনদ হতেই হবে এবং সেটা ৫ আগস্টের মধ্যে। জুলাই সনদে দ্রুত সময়ের মধ্যে আমরা ঐকমত্য চাই।
জুলাই সনদ আদায়ে ময়মনসিংহবাসী জাতীয় নাগরিক পার্টির পাশে থাকবে বলে আশা প্রকাশ করেন নাহিদ।
গণজমায়েতে এনসিপির জেলা শাখার প্রধান সমন্বয়ক জাবেদ রাসিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় নেতা হাসনাত আব্দুল্লাহ, ডা: তাসনিম জারা, সামান্ত শারমিন প্রমুখ।
এর আগে দলটির নেতাকর্মীরা নগরীর ত্রিশাল বাসস্ট্যান্ড সংলগ্ন শহীদ রিদোয়ান হাসান সাগর চত্বর থেকে পদযাত্রা শুরু করে টাউন মাঠে আসে। গণজমায়েত পূর্ব এই পদযাত্রায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষের পাশাপাশি শহীদ পরিবারের সদস্য এবং আহতরা জুলাই যোদ্ধারা অংশ নেন।
এমইউএম