ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

সারাদেশ

চালককে মারধর, চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে বাস বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৫, জুলাই ২৮, ২০২৫
চালককে মারধর, চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে বাস বন্ধ বাস বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা

চাঁপাইনবাবগঞ্জ: রাজশাহীতে চাঁপাইনবাবগঞ্জের এক বাসচালককে মারধরের ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।  

রোববার (২৭ জুলাই) সকাল থেকে এ রুটে বাস না চলায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

এর আগে শনিবার (২৬ জুলাই) রাজশাহীর চালকদের সঙ্গে চাঁপাইনবাবগঞ্জের চালক-শ্রমিকদের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে রাজশাহীর চালকরা চাঁপাইনবাবগঞ্জের এক চালককে মারধর করেন। এর প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জের চালকরা রাজশাহীর একটি বাস ভাঙচুর করেন। এ ঘটনার জেরে দুই জেলার মধ্যে সরাসরি বাস চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

সোমবার (২৮ জুলাই) সকালে চাঁপাইনবাবগঞ্জের বিশ্বরোড এলাকায় দেখা যায়, রাজশাহীগামী বাসের জন্য যাত্রীরা অপেক্ষা করলেও বন্ধ রয়েছে টিকিট কাউন্টার। আন্তঃনগর বাস না পেয়ে অনেকেই সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশায় করে রাজশাহীর দিকে রওনা হচ্ছেন। কেউ কেউ শহর থেকে রাজশাহী সীমানার হাসনাবাদ পর্যন্ত গিয়ে সেখান থেকে রাজশাহীর মালিকদের বাস ধরছেন। এতে একদিকে যেমন বাড়তি সময় লাগছে, অন্যদিকে গুণতে হচ্ছে অতিরিক্ত ভাড়াও। তবে সরকারি বিআরটিসি বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের বটতলা হাটে আসা যাত্রী আসাদুল্লাহ জানান, একটি জরুরি কাজে রাজশাহী যাচ্ছি। কিন্তু এখানে এসে দেখি বাস নেই। এখন অটোরিকশায় করে হাসনাবাদ যাচ্ছি, সেখান থেকে বাস ধরব। বাস বন্ধ রয়েছে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে

রাজশাহী থেকে আসা এক সরকারি চাকরিজীবী নাম প্রকাশ না করার শর্তে বলেন, দুদিন ধরে বাস বন্ধ। সকালে বের হয়ে হাসনাবাদ পর্যন্ত যেতে হচ্ছে, তারপর অটোরিকশায় শহরে আসছি। এ রকম করে প্রতিদিন আসা-যাওয়া করতে হচ্ছে। দ্রুত সমস্যার সমাধান হওয়া উচিত।

চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান জানান, সমস্যা সমাধানে স্থানীয়ভাবে মিটিং হয়েছে। আজ রাজশাহীর সমিতির সঙ্গে বৈঠক হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে তা হয়নি। আগামীকাল (মঙ্গলবার) সকাল ১১টায় মিটিং হবে। আশা করি, বিষয়টি দ্রুতই সমাধান হবে।

এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।