বরিশাল: জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার ওপর হামলার নেতৃত্বদানকারী বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র সাদিক আব্দুল্লাহর অন্যতম সহযোগী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হালিম রেজা মোফাজ্জেলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৮ জুলাই) দুপুরে গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বছর জুলাই-আগস্টের ছাত্র-জনতার ওপর হামলার নেতৃত্বে ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হালিম রেজা মোফাজ্জেল।
কোতোয়ালি মডেল থানার ওসি মো. মিজানুর রহমান জানান, গ্রেপ্তার হালিম রেজা মোফাজ্জালের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।
এমএস/জেএইচ