ঢাকা, বুধবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ৩০ জুলাই ২০২৫, ০৪ সফর ১৪৪৭

সারাদেশ

বুড়িচংয়ে বাসায় মিলল মা-মেয়ের লাশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১৭, জুলাই ২৯, ২০২৫
বুড়িচংয়ে বাসায় মিলল মা-মেয়ের লাশ ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড়

কুমিল্লা: কুমিল্লার বুড়িচং উপজেলায় ঘর থেকে মা ও মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ।  

মঙ্গলবার (২৯ জুলাই) সকালে তাদের লাশ উদ্ধার করা হয়।

 

নিহতরা হলেন- ফেনীর ছাগলনাইয়া উপজেলার জয়নগর গ্রামের রাজমিস্ত্রি মীর হোসেনের স্ত্রী জাহেদা আক্তার (৩৫) এবং তাদের মেয়ে মিশু আক্তার (১৪)। তবে তারা বুড়িচং উপজেলার রামপুর গ্রামের একটি ভাড়া বাসায় বসবাস করতেন। ঘটনার পর থেকে হোসেন পলাতক।  

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল হক জানান, বিভিন্ন উৎস থেকে ঋণ নেওয়ার পর তা পরিশোধে ব্যর্থ হয়ে মীর হোসেন পরিবারসহ এলাকা ছেড়ে আত্মগোপনে যান। পরে বুড়িচংয়ের রামপুর গ্রামে আবুল খায়েরের বাড়িতে ভাড়া থাকতে শুরু করেন তারা। আর্থিক সংকট ও দাম্পত্য কলহের জেরে সোমবার রাতে জাহেদা ও মিশুকে বিষপান করিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, ঘটনার পরপরই মীর হোসেন পালিয়ে যান। মঙ্গলবার সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মা-মেয়ের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

ময়নাতদন্ত প্রতিবেদন পেলে তাদের মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। একই সঙ্গে ঘটনার পেছনে অন্য কোনো রহস্য রয়েছে কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে বলে জানানা ওসি।

এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।