রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম পাহাড়ে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) আস্তানায় সেনাবাহিনী অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
মঙ্গলবার (২৯ জুলাই) সকালে উপজেলার বাঘাইহাট এলাকায় এ অভিযান চালানো হয়।
আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানের সময় সেনাবাহিনী ও ইউপিডিএফ’র মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটে। এক পর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটে। পরে ঘটনাস্থল থেকে একে ৪৭ একটি, দেশীয় বন্দুক ৩টি, দেশীয় পিস্তল ১টি, ম্যাগাজিন একে-৪৭ ১টি, বল অ্যামুনেশন ৬ রাউন্ড, কার্তুজ ১ রাউন্ড, এমটি-কার্টিজ ৪২টি, ওয়াকিটকি সেট ও ব্যাটারিসহ ৪টি, অ্যামুপোচ ১টি, জিপিএস ডিভাইস ১টি, গোপন ভিডিও ক্যামেরা কলম ৩টি, গোপন ভিডিও ক্যামেরা বোতাম ২টি, চশমা ১টি, ইউপিডিএফ লং লাইভ আর্মব্যান্ড ৫টি, ইউপিডিএফ পতাকা ৩টি, বিভিন্ন ধরনের বই ১০টি ও চাঁদা আদায়ে রশিদ বই ২টি উদ্ধার করা হয়।
এ ঘটনায় ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুরো এলাকায় নিরাপত্তাবাহিনী টহল দিচ্ছে। জননিরাপত্তায় সেখানে সেনাবাহিনী কাজ করছে।
আরবি