ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

সারাদেশ

ফটিকছড়িতে বসুন্ধরা শুভসংঘের মতবিনিময় অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫০, জুলাই ২৮, ২০২৫
ফটিকছড়িতে বসুন্ধরা শুভসংঘের মতবিনিময় অনুষ্ঠিত

বসুন্ধরা শুভসংঘ ফটিকছড়ি উপজেলা শাখার উদ্যোগে কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৭ জুলাই) বিকেল ৫টায় উপজেলা পরিষদের জহুরুল হক মিলনায়তনে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন ফটিকছড়ি প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবু এখলাস ঝিনুক।  

কালের কণ্ঠের ফটিকছড়ি উপজেলা প্রতিনিধি মুহাম্মদ নাছির উদ্দিনের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি মোস্তফা কামরুল হোসেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ফটিকছড়ি সরকারি কলেজের প্রভাষক এন এম রহমত উল্লাহ, মাস্টার সৈয়দ নুরুল হুদা, নাসির উদ্দিন চৌধুরী, সাংবাদিক রফিকুল আলম চৌধুরী, ফখরুল ইসলাম চৌধুরী, কলামিস্ট মাওলানা দৌলত আলী খাঁন, শিক্ষক এন আলম আজাদ, দৌলত শওকত, এমরান হোসেন, জে.এম তাওহীদ, সাজেদুল করিম ভূঁইয়া, মুহাম্মদ আজিজ উল্লাহ, সালাহউদ্দিন জিকু, আবু বকর, ওবায়দুল আকবর, ফজলুল করিম, ইরফান উদ্দিন, মিনহাজ উদ্দিন, মুহাম্মদ মুন্না, রিয়াজুল আলম ও সাইদুল করিম প্রমুখ।

সভায় বক্তারা বসুন্ধরা শুভসংঘের সামাজিক কার্যক্রমের কথা তুলে ধরেন। তারা জানান, ক্যান্সার আক্রান্তদের পাশে দাঁড়ানো, মাদকের বিরুদ্ধে মানববন্ধন, পড়ালেখায় সাহায্য, এতিম মেয়ের বিয়ে, দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন, শীতার্তদের বস্ত্র বিতরণ, সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা উপকরণ সহায়তা, বাল্য বিবাহ প্রতিরোধ, বৃক্ষরোপণ, ক্লিন ক্যাম্পাস, বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প আয়োজনসহ নানা সামাজিক কাজ করছে বসুন্ধরা শুভসংঘ।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।