ঢাকা, মঙ্গলবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

সারাদেশ

বাগেরহাটে মটরসাইকেল দুর্ঘটনায় পথচারীসহ নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৮, জুলাই ২৮, ২০২৫
বাগেরহাটে মটরসাইকেল দুর্ঘটনায় পথচারীসহ নিহত ২

বাগেরহাট: বাগেরহাটের মোল্লাহাটে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী ও এক জন মটরসাইকেল চালক নিহত হয়েছেন। সোমবার (২৮ জুলাই) দুপুরে উপজেলার চাঁদেরহাট এলাকার শেয়ালবাড়ি খালের কাছে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

এসময় মাহবুব হোসেন নামের এক যুবক আহত হয়েছেন।

নিহতরা হলেন মোল্লাহাট উপজেলার আগাকেন্দুয়া এলাকার মৃত কালাচাদ বৈদ্য’র ছেলে রাজেশ্বর বৈদ্য (৬৫) এবং বরগুনার বানমার সদিপুর শিকদার বাড়ীর মৃত দুলাল শিকদারের ছেলে মো: সাইদুল ইসলাম (৩০)। আহত মাহবুব হোসেন (২৮)চুয়াডাঙ্গা এলাকার আইয়ুব আলীর ছেলে। মটরসাইকেল আরোহী দুজন পৃথক দুটি কোম্পানিতে কর্মরত ছিলেন। তারা দুজনই বরিশাল থাকতেন। এদিন তারা বরিশাল থেকে মটরসাইকেলে খুলনা যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। তবে দুজনের মধ্যে কে মটরসাইকেল চালাচ্ছিল তা এখনো জানা যায়নি।

পুলিশ জানায়, পথচারী রাজেশ্বর বৈদ্য শেয়ালবাড়ি এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় বরিশাল থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি মটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে দুই মটরসাইকেল আরোহীসহ পথচারী রাজেশ্বর বৈদ্য সড়কে পড়ে যায়। ঘটানাস্থলে থেকে তাদেরকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মটরসাইকেল আরোহী মো: সাইদুল ইসলামকে মৃত বলে ঘোষণা করেন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় পথচারী রাজেশ্বর বৈদ্য‘রও মৃত্যু হয়। এদিকে দুর্ঘটনায় আহত অপর মটরসাইকেল আরোহী মাহবুব হোসেনকে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নুরুজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। দুর্ঘটনায় কবলিত মটরসাইকেলটি থানায় রয়েছে।

 

এমআরএম

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।