ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

সারাদেশ

জুলাই স্মরণে ঝিনাইদহে ‘স্বচ্ছ শহর সজাগ ইতিহাস’ অভিযান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০০, জুলাই ২৮, ২০২৫
জুলাই স্মরণে ঝিনাইদহে ‘স্বচ্ছ শহর সজাগ ইতিহাস’ অভিযান

ঝিনাইদহ: জুলাইয়ের চেতনাতে জাগ্রত করে তুলতে ঝিনাইদহে পরিষ্কার পরিচ্ছন্নতা ও পলিথিন নিষিদ্ধ অভিযান শুরু করেছেন শিক্ষার্থীরা।

সোমবার (২৮ জুলাই) সকালে শহরের দেবদারু এভিনিউতে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়।

এতে অংশ নেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩৫ জন শিক্ষার্থী। ঝাড়ু, বেলচা, কোদাল হাতে নিয়ে বিভিন্ন সড়ক, বসার স্থান ও স্থাপনা পরিষ্কার করেন তারা।

পরিচ্ছন্নতা অভিযানের নেতৃত্ব দেওয়া ইলমা খাতুন জানান, জেলা পরিষদের সহযোগিতায় তারা ‘স্বচ্ছ শহর সজাগ ইতিহাস’ কর্মসূচির ওপর কাজ করছেন। আগামী ৩০ জুলাই পর্যন্ত চলবে এই কর্মসূচি।  

এতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, স্থাপনা, স্থান পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে। পাশাপাশি পলিথিনের ব্যবহার বন্ধে সকলকে আহ্বান জানানো হবে।  

পরিবেশবান্ধব জীবনযাপন গড়ে তুলতেই এই উদ্যোগ বলে জানান আয়োজকরা।

ইলমা বলেন, পরিবেশ রক্ষা করা আমাদের দায়িত্ব। আমরা উদ্যোগ নিয়েছি যাতে অন্যরাও অনুপ্রাণিত হয়। পরিচ্ছন্ন শহর গড়ে তোলার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।

এই কর্মসূচির মাধ্যমে শুধু শহর পরিষ্কার নয়, বরং পরিবেশ সচেতনতা ও নাগরিক দায়িত্ববোধের বার্তা ছড়িয়ে দিতে চাই-বলেন এই শিক্ষার্থী ও পরিচ্ছন্নতা আন্দোলনের নেতা।

এসএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।