ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

সারাদেশ

সংস্কারে যারা বাধা দেবে, তাদের দেশবাসী মনে রাখবে: ডা. তাসনিম জারা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৪, জুলাই ২৮, ২০২৫
সংস্কারে যারা বাধা দেবে, তাদের দেশবাসী মনে রাখবে: ডা. তাসনিম জারা  বক্তব্য দিচ্ছেন তাসনিম জারা

জামালপুর: সংস্কারে যারা বাধা দেবে, তাদের দেশবাসী মনে রাখবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।  

সোমবার (২৮ জুলাই) দুপুরে জামালপুর শহরের ফৌজদারি মোড়ে জুলাই পদযাত্রায় তিনি এ মন্তব্য করেন।

এসময় আরও বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমান, কেন্দ্রীয় সদস্য মশিউর রহমান শুভ, জাতীয় যুবশক্তির সংগঠক মোকসেদ্দুর রহমানসহ অনেকে।

ডা. তাসনিম জারা বলেন, সংস্কারের জন্য, জুলাই সনদের জন্য আমরা এখানে এসেছি। সংস্কারে যারা বাধা দেবে, তাদের দেশবাসী মনে রাখবে। রাষ্ট্রব্যবস্থার পরিবর্তন করতেই হবে, পরিবর্তন আসতেই হবে।

তিনি বলেন, আমরা বারবার প্রতারিত হয়েছি, এবার আর আমরা প্রতারিত হবো না। ফ্যাসিস্টরা রাষ্ট্রের অধিকার হরণ করেছে। রাষ্ট্রের জনগণের অধিকার রক্ষায় আমরা একসঙ্গে লড়বো, একসঙ্গে অধিকার প্রতিষ্ঠা করব।

এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।