ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

সারাদেশ

না.গঞ্জের যানজট নিরসনে দিপু ভূঁইয়ার তিন প্রস্তাব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৬, জুলাই ২৭, ২০২৫
না.গঞ্জের যানজট নিরসনে দিপু ভূঁইয়ার তিন প্রস্তাব না.গঞ্জের যানজট নিরসনে দিপু ভূঁইয়ার তিন প্রস্তাব

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, আমার প্রস্তাব থাকবে এ রাস্তাটাকে ওয়ানওয়ে করার জন্য। বাস স্ট্যান্ডটিকে বাস মালিকেরা বলেছে শহরের বাইরে যদি নেয়া যায় তাহলে বাসের সমস্যাটা কিছুটা হলেও সমাধান করা সম্ভব হবে।

রোববার (২৭ জুলাই) নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞার সাথে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মতবিনিময় সভায় অংশ নিয়ে একথা বলেন তিনি।

তিনি বলেন, ফুটপাতের বাইরে রাস্তা দখল করে ভ্যানগাড়িতে বসে যেভাবে তারা রাস্তা দখল করছে এর ফলে রাস্তায় যানবাহন চলাচল করতে পারে না। অটোরিকশার ঠিক কত পরিমাণে পারমিশন দেওয়া হয়েছিলো আমরা জানি না। আমাদের এ ধারণা থাকলে আমরা বলতে পারি এর বাইরে যারা আছে তারা যেন শহরে না প্রবেশ করে সে ব্যাপারে আলোচনার মাধ্যমে আমরা উদ্যোগ নেবো।

তিনি আরও বলেন, চেম্বার থেকে রাইফেলস ক্লাবের সামনে পর্যন্ত রাস্তাটা হঠাৎ সরু হয়ে গেছে। এর বড় রাস্তা হয়ে গেছে। এ জায়গাটা প্রশস্ত করলে যানজট আরও কমে আসবে এবং যানবাহন সহজে শহরে প্রবেশ করতে পারবে।

সিটি করপোরেশন যখন রাস্তাগুলো কাটছে এগুলোও যানজটের একটি কারণ। সিটি করপোরেশন আমাদের যদি ডেটলাইন দেয় যে এ কয়েকদিনের মধ্যে রাস্তাটা ঠিক করে দেবে তাহলে আমাদের মানসিক প্রস্তুতি থাকে। মাসের পর মাস চলে যায় কিন্তু এ কাজগুলো সময়মতো আর হয় না।

ছিনতাই ও কিশোর গ্যাংয়ের প্রবণতা বাড়ছে। এটা সারা দেশে বিকট আকারে বাড়ছে। এর মূল কারণ হলো মাদক। কিশোরেরা আমাদের পরবর্তী প্রজন্ম। তাদের ভালো রাখতে হবে।

দিপু বলেন, আমরা একসঙ্গে নারায়ণগঞ্জকে নতুন করে সাজাতে ঐক্যবদ্ধ। নারায়ণগঞ্জবাসীও চায় একটি সুন্দর নগরী গড়ে তুলতে। এখানে সবাই অনেক অভিজ্ঞ। কোথায় কোথায় যানজটগুলো হচ্ছে, এ কারণগুলো বের করে আমরা যদি সমাধানের দিকে যাই, ইনশাআল্লাহ এর সমাধান হবে।

এমআরপি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।