ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

সারাদেশ

ফেনীতে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারে ধাক্কা, নিহত এক, আহত সাত 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:১৮, জুলাই ২৮, ২০২৫
ফেনীতে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারে ধাক্কা, নিহত এক, আহত সাত 

ফেনী: ফেনীতে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারে ধাক্কা খেয়ে একজন নিহত ও ৭জন আহত হয়েছে।  

রোববার (২৭ জুলাই) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপুল এলাকার এ দুর্ঘটনা ঘটে।

 

হাইওয়ে পুলিশ জানায়, চট্টগ্রামগামী একটি মাইক্রোবাস রোববার রাতে নিয়ন্ত্রণ হারিয়ে লালপুল এলাকার রোড ডিভাইডারের সাথে ধাক্কা লাগে। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে ৮ যাত্রী আহত হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এসময় কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানাতে পারেনি পুলিশ।  

আহতরা হলেন, হাসান (২০), শাকিল (২৪), ইবরাহিম (২৫), মেহেদী হাসান (২০),  রাকিব (২৫), আমজাদ হোসেন (৩৫) ও মাহফুজ (৩০)। তারা ফেনী, নোয়াখালী, লক্ষীপুর ও চট্টগ্রাম জেলার বাসিন্দা। গুরুতর আহত দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।  

মহিপাল হাইওয়ে থানার ওসি হারুন উর রশিদ বলেন, ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।  দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসটি উদ্ধার করা হয়েছে।

এমএম
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।