ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

সারাদেশ

টঙ্গীতে ম্যানহোলে পড়ে নারী নিখোঁজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩৩, জুলাই ২৮, ২০২৫
টঙ্গীতে ম্যানহোলে পড়ে নারী নিখোঁজ ম্যানহোলে পড়া নিখোঁজ নারীকে উদ্ধারে কাজ করছেন ডুবুরিরা।

গাজীপুর: গাজীপুরের টঙ্গী হোসেন মার্কেট এলাকায় ম্যানহোলে পড়ে ফারিয়া তাসনিন (৩২) নামে এক নারী নিখোঁজ হয়েছেন।  

সোমবার (২৮ জুলাই) দুপুর ১টা পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি।

 

এর আগে রোববার (২৭ জুলাই) রাত সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে।  নিখোঁজ ফারিয়া চুয়াডাঙ্গার বাসিন্দা মুনসি অলিউল্লা আহম্মেদের মেয়ে।

ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানায়, ঢাকার মিরপুর বসবাস করে একটি কসমেটিক কোম্পানির মার্কেটিং পদে চাকরি করতেন ফারিয়া তাসনিন। রোববার মার্কেটিং কাজে তিনি টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় যান। কাজ শেষে ফেরার পথে ফারিয়া ম্যানহোলের ভেতর পড়ে নিখোঁজ হয়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়। পরে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। সোমবার দুপুর ১টা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।  

টঙ্গী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল মান্নান জানান, ফায়ার সার্ভিসের ডুবুরিসহ কয়েকটি টিম ওই ড্রেনের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করছে। দুপুর ১টা পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি। তবে উদ্ধার অভিযান চলমান রয়েছে।  

আরএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।