ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

সারাদেশ

উচ্চ কক্ষ পিআর ও ভোটার অনুপাতে গঠনের দাবি এনসিপির নাহিদের 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২০, জুলাই ২৮, ২০২৫
উচ্চ কক্ষ পিআর ও ভোটার অনুপাতে গঠনের দাবি এনসিপির নাহিদের  জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। 

উচ্চ কক্ষ গঠনে প্রো-পোর্টশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) ও ভোটার অনুপাতে প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।  

তিনি বলেন, এ বিষয়ে রাজনৈতিক ঐকমত্য না আসায় ‘জুলাই সনদ’ স্বাক্ষর নিয়ে সংশয় তৈরি হয়েছে।

তবে ৫ আগস্টের আগেই সনদ স্বাক্ষরিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সোমবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১০টায় জামালপুর জেলা পরিষদের ডাকবাংলোয় ‘জুলাই আন্দোলন’-এ নিহত ১১ শহীদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

নাহিদ বলেন, “উচ্চ কক্ষ গঠনে জনগণের ভোট ও প্রতিনিধিত্বের ভারসাম্য রাখতে হবে। আমরা এখনো আশাবাদী, ৫ আগস্টের আগেই জুলাই সনদ স্বাক্ষরিত হবে। ”

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে আগের দিন দেওয়া বক্তব্যের পর নেত্রকোনায় বিএনপির প্রতিবাদ প্রসঙ্গে তিনি বলেন, “এটা তাদের সাংবিধানিক অধিকার। কারও বক্তব্য থাকলে তা গণতান্ত্রিকভাবে প্রকাশ করতে পারে। ”

পুলিশ ও প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে তিনি বলেন, “শুধু উপদেষ্টারাই নয়, প্রশাসনের বিভিন্ন স্তরেও এখনো পক্ষপাতমূলক আচরণ করা হচ্ছে। তবে জুলাই সনদের পর নির্বাচনী কার্যক্রম শুরু হলে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হবে। ”

শহীদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে এনসিপির নেতাকর্মীরা জামালপুর শহরের তমালতলা মোড় থেকে ফৌজদারী মোড় পর্যন্ত একটি পদযাত্রা করেন। পরে সেখানে পথসভায় বক্তব্য দেন দলের কেন্দ্রীয় নেতারা।

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।