ঢাকা, বৃহস্পতিবার, ৩০ আশ্বিন ১৪৩২, ১৬ অক্টোবর ২০২৫, ২৩ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

ফরিদপুরে ইয়াবাসহ যুবলীগ নেতা গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:০৪, অক্টোবর ১৫, ২০২৫
ফরিদপুরে ইয়াবাসহ যুবলীগ নেতা গ্রেপ্তার

ফরিদপুর: ফরিদপুরের নগরকান্দায় ইয়াবাসহ সুলতান মাহমুদ মন্টু নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

বুধবার (১৫ অক্টোবর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

 

এ সময় তার কাছে থেকে ৪২ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।  

সুলতান মাহমুদ মন্টু উপজেলার কাইচাইল ইউনিয়নের কাইচাইল গ্রামের মৃত নান্নু মাতুব্বরের ছেলে এবং উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক। পাশাপাশি তিনি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কবির হোসেন ঠান্ডুর ছোট ভাই।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা কবির হোসেন ঠান্ডুর প্রভাব এবং রাজনৈতিক পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করে মন্টু দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। এ নিয়ে বহু অভিযোগ থাকলেও এতদিন তিনি আইনের আওতার বাইরে ছিলেন।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, যৌথবাহিনী মন্টুকে গ্রেপ্তার করে আমাদের কাছে হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।