ঢাকা, বৃহস্পতিবার, ৩০ আশ্বিন ১৪৩২, ১৬ অক্টোবর ২০২৫, ২৩ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

কুড়িগ্রামে মাদককারবারির ৫ বছরের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৭, অক্টোবর ১৫, ২০২৫
কুড়িগ্রামে মাদককারবারির ৫ বছরের কারাদণ্ড

১৭ বছর আগে কুড়িগ্রামে নিজ বাড়ি থেকে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার হওয়া এক মাদককারবারিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

এ মামলায় জাহাঙ্গীর আলম নামে অপর আসামির অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেওয়া হয়।
বুধবার (১৫ অক্টোবর) কুড়িগ্রামের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মোছাম্মৎ ইসমত আরা এ আদেশ দেন। তবে রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিলেন।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) তারিকুর রহমান তারিক বিষয়টি নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্ত আসামির নাম ইব্রাহিম খলিল মনি (৪৫)। তিনি কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের সোনালীকুটি গ্রামের জহুর আলীর ছেলে।  

মামলার তথ্য অনুযায়ী, তিনি পেশাদার মাদককারবারি। জামিনে মুক্ত হয়ে পলাতক থাকায় তার অনুপস্থিতিতেই আদালত রায় ঘোষণা করেন।
মামলা সূত্রে জানা যায়, ২০০৮ সালের ৩০ অক্টোবর পুলিশ ইব্রাহিম খলিল মনিকে তার নিজ বাড়ি থেকে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করে। পরে জামিনে মুক্ত হয়ে তিনি পলাতক থাকেন। তদন্ত শেষে পুলিশ মনিসহ জাহাঙ্গীর আলম নামে আরও এক ব্যক্তির নামে আদালতে অভিযোগপত্র দাখিল করে।
দীর্ঘ শুনানি ও তথ্য–প্রমাণ উপস্থাপনের পর অপরাধ প্রমাণিত হওয়ায় ইব্রাহিমকে ওই দণ্ডের আদেশ দেন আদালত। মামলার অপর আসামি জাহাঙ্গীরের অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেওয়া হয়।

আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) তারিকুর রহমান তারিক বিষয়টি নিশ্চিত করেছেন।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।