যশোর: হেরোইনের মামলায় যশোরে ইকতিয়ার ওরফে ইকতার নামে একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (১৫ অক্টোবর) যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ সপ্তম আদালতের বিচারক জান্নাতুন লিলিফা আকতার এই আদেশ দেন।
সাজাপ্রাপ্ত ইকতেয়ার যশোর সদর উপজেলার হামিদপুর গ্রামের মৃত মোকছেদ আলীর ছেলে। আটকের সময় তিনি রূপদিয়ায় ভাড়া থাকতেন। এছাড়া তিনি হামিদপুরের ইজিবাইক চালক মফিজুর রহমান হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি।
আদালত সূত্র জানায়, ২০১৮ সালের ৯ এপ্রিল কোতোয়ালি থানা পুলিশের কাছে সন্ধ্যার পর খবর আসে রূপদিয়া বাজারে মাদকসহ একজন ব্যবসায়ী অবস্থান করছেন।
পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে রাত ৮টার পর রূপদিয়া বাজারের গাজী স্টোরের সামনে থেকে ইকতেয়ারকে আটক করে। এ সময় তার কাছ থেকে ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
এ ঘটনায় ওই দিনই এএসআই মোল্লা শফিকুজ্জামান বাদী হয়ে মামলা করেন। মামলাটি তদন্ত করে এসআই এইচ এম মাহমুদ ইকতেয়ারের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেন। বুধবার মামলার রায় ঘোষণার দিনে বিচারক ইকতেয়ারকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
গত বছরের ২৪ মে সাতক্ষীরার সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় র্যাব-৬ যশোরের সদস্যরা তাকে গ্রেপ্তার করেন। পরে তাকে মফিজুর রহমান হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে কারাগারে পাঠানো হয়।
বুধবার হেরোইনের মামলার রায় ঘোষণার সময় ইকতেয়ারকে আদালতে হাজির করা হয়। রায় ঘোষণার পর তাকে ফের কারাগারে পাঠানো হয়।
এসএইচ