ঢাকা, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

সারাদেশ

মাদক মামলায় একজনের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২৬, জুলাই ২৭, ২০২৫
মাদক মামলায় একজনের যাবজ্জীবন প্রতীকী ছবি

ফেনসিডিল রাখার অপরাধে হবিগঞ্জের মাধবপুরে বাবুল মিয়া (৩৮) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।


 
রোববার (২৭ জুলাই) বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক সৈয়দ মো. কায়সার মোশারফ ইউসুফ এ রায় ঘোষণা করেন। মামলার অপর আসামি রুবেল মিয়াকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
 
আদালতের স্টেনোগ্রাফার মুখলেছুর রহমান বাংলানিউজকে জানান, চারজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে এই রায় ঘোষণা করা হয়। তবে দণ্ডপ্রাপ্ত বাবুল মিয়া রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন না, তিনি বর্তমানে পলাতক।

দণ্ডিত বাবুল মিয়ার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার নোয়াবাদী গ্রামে।
 
মামলার এজাহারে জানা যায়, ২০১১ সালের ১০ এপ্রিল রাত ৯টা ১০ মিনিটে হবিগঞ্জের মাধবপুর থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) খায়রুজ্জামান গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় অভিযান চালান। অভিযানে বাবুল মিয়াকে আটক করা হয় এবং তার কাছ থেকে ৩০ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সঙ্গে থাকা অন্যরা পালিয়ে যায়।
 
ঘটনার পর এসআই খায়রুজ্জামান বাদী হয়ে মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন। পরে তদন্ত শেষে পুলিশ বাবুল ও রুবেল মিয়াকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে।
 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।