ফরিদপুরের বোয়ালমারীতে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ-কৃষকলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২০ জুলাই) বিকেলে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, শনিবার (১৯ জুলাই) রাতে তাদের গ্রেপ্তার করা হয়। আসামিরা সবাই একটি বিস্ফোরক মামলার অজ্ঞাতনামা আসামি। গত ১৫ জানুয়ারি আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ এলাকার বিএনপি কর্মী লাভলু সর্দার নামে এক দিনমজুর মামলাটি দায়ের করেন।
গ্রেপ্তার হলেন- বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক গ্রাম্য চিকিৎসক বিধান চন্দ্র শাখারী (৫২), রূপাপাত ইউনিয়ন আওয়ামী লীগের ৯ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. মানোয়ার হোসেন মানু (৪২) ও একই উপজেলার সাতৈর ইউনিয়ন আওয়ামী লীগের ৯ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. আমির হোসেন (৪৪)। তাদের নিজ নিজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
বোয়ালমারী থানার ওসি মাহমুদুল হাসান জানান, আলফাডাঙ্গা থানা পুলিশের সহায়তায় একটি রাজনৈতিক মামলার আসামিদের গ্রেপ্তার করে আলফাডাঙ্গায় পাঠানো হয়েছে।
আলফাডাঙ্গা থানার ওসি মো. শাহ্ জালাল আলম জানান, গ্রেপ্তার ওই তিনজনকে রোববার আদালতে পাঠানো হয়েছে।
এসআরএস