কুমিল্লার চান্দিনা পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মফিজুল ইসলামকে (৫৫) গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) রাতে চান্দিনা পৌরসভার মহারং পশ্চিম পাড়া থেকে তাকে গ্রেপ্তার করে চান্দিনা থানা পুলিশ।
পৌর আওয়ামী লীগ নেতা মফিজুল ইসলাম মহারং গ্রামের হাজী আলী মিয়ার ছেলে। জুলাই-আগস্ট গণহত্যার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তিনি একাধিক হত্যা মামলার আসামি। এছাড়া কুমিল্লার চান্দিনা থানায়ও তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
মফিজুল ইসলাম ২০১৬ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে মেয়র নির্বাচিত হন। ২০২১ সাল পর্যন্ত তিনি পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন।
গ্রেপ্তারের বিষয়ে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ের একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এমইউএম