ঢাকা, বৃহস্পতিবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

সারাদেশ

গোপালগঞ্জে এনসিপির নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫১, জুলাই ১৬, ২০২৫
গোপালগঞ্জে এনসিপির নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা: গোপালগঞ্জে এনসিপির নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে সাতক্ষীরার শহীদ আসিফ চত্বর অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির নেতাকর্মীরা।

বুধবার (১৬ জুলাই) বিকালে এই কর্মসূচি পালিত হয়।

এসময় টায়ার জ্বালিয়ে ও স্লোগানে স্লোগানে মুখরিত করে বিক্ষোভ প্রদর্শন করে তারা।

বিক্ষোভে অংশ নেন জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী কামরুজ্জামা বুলু, যুগ্ম সমন্বয়কারী শেখ আহসান উল্লাহ, বৈষম্যবিরোধী ছাত্রী আন্দোলন সাতক্ষীরার আহবায়ক আরাফাত হোসাইন, সাবেক সদস্য সচিব সুহাইল মাহদীন প্রমুখ।

 

এমআরএম

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।