গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গায় ছাত্র-জনতা মশাল মিছিল করেছে।
মঙ্গলবার (১৫ জুলাই) রাত ৯টার দিকে চুয়াডাঙ্গা সরকারি কলেজ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ হাসান চত্বরে গিয়ে শেষ হয়।
মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দিতে থাকেন। তারা বলেন, গোপালগঞ্জে শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা করে নৈরজ্য ও ত্রাসের রাজত্ব কায়েম করতে চাচ্ছে। তা ঐক্যবদ্ধ ছাত্র জনতা রুখে দিবে।
বক্তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।
মিছিলে স্থানীয় ব্যবসায়ীরাও অংশ নেন।
মিছিলে উপস্থিত ছিলেন- জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী খাজা আমিরুল বিশার বিপ্লব, যুগ্ম সমন্বয়কারী আমির হোসেন সোমার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব সাফফাতুল ইসলামসহ নেতাকর্মীরা।
আরএ