জেলা যুবলীগের সদস্য জাহিদুর রহমান লাবুকে আটক করেছে যশোর কোতোয়ালি থানা পুলিশ।
বুধবার (১৬ জুলাই) সকাল ১০টার দিকে ডিবির সহায়তায় কোতোয়ালি থানা পুলিশ তাকে নিজ বাড়ি থেকে আটক করে।
কোতোয়ালি থানার এসআই মেহেদী হাসান জানান, লাবু আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের বিপক্ষে অবস্থান নিয়ে তিনি মাঠে ছিলেন। এছাড়া, বর্তমানে তিনি অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছেন।
এসআই মেহেদী হাসান আরও বলেন, ২০২৪ সালের ৪ আগস্ট বিকেলে লালদিঘির পশ্চিম পাড়ে যশোর জেলা বিএনপি কার্যালয়ে হামলা চালানো হয়। ওই হামলার সঙ্গে জড়িত থাকার বিষয়টি প্রমাণিত হওয়ায় তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।
আরএ