দিনাজপুর: দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিনিয়র-জুনিয়র শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি ও ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন।
রোববার (১৯ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাতে শহর থেকে ক্যাম্পাসগামী বিশ্ববিদ্যালয়ের বাসে উচ্চস্বরে কথা বলা নিয়ে সিনিয়র ও জুনিয়র শিক্ষার্থীদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে বাসস্ট্যান্ডে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে এক সাধারণ শিক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ ওঠে ফিজিক্স বিভাগের ১৯ ব্যাচের শিক্ষার্থী আনসারুল ইসলামের বিরুদ্ধে। আহত শিক্ষার্থীকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অভিযুক্ত আনসারুল শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত।
পরে সাধারণ শিক্ষার্থীরা জানতে পেরে একত্রিত হয়ে হাবিপ্রবি থেকে আনসারুলকে বহিষ্কার করার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন জরুরি বৈঠকে বসে অভিযুক্ত আনসারুল ইসলামকে সাময়িকভাবে বহিষ্কার করেছে। তদন্তে কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন বিশ্ব বিদ্যালয়টির প্রক্টর ড. শামসুজ্জোহা।
ছাত্রশিবির হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রেজওয়ানুল হক বলেন, আনসারুল ইসলাম আমাদের কোনো কমিটিতে নেই। তবে তিনি আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন।
এসআই