ঢাকা, সোমবার, ৪ কার্তিক ১৪৩২, ২০ অক্টোবর ২০২৫, ২৭ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

সুন্দরবনে কাঁকড়া আহরণে গিয়ে স্ট্রোকে জেলের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪১, অক্টোবর ২০, ২০২৫
সুন্দরবনে কাঁকড়া আহরণে গিয়ে স্ট্রোকে জেলের মৃত্যু

সাতক্ষীরা: সুন্দরবনে কাঁকড়া আহরণে গিয়ে স্ট্রোকে আক্রান্ত হয়ে খলিল মোল্লা (৬০) নামে এক জেলের মৃত্যু হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) তার মরদেহ লোকালয়ে আনা হয়েছে।

এর আগে রোববার রাতে সুন্দরবনের ফিরিঙ্গি নদীর কুকুমারী এলাকায় তার মৃত্যু হয়।

মৃত খলিল মোল্লা সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগরের ছোট ভেটখালী গ্রামের মৃত আক্কাস মোল্লার ছেলে।

প্রায় ৩৫ থেকে ৪০ বছর ধরে তিনি সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণ করে জীবিকা নির্বাহ করছিলেন।

স্থানীয় সূত্র জানায়, গত ১৭ অক্টোবর বন বিভাগের কদমতলা স্টেশন থেকে পাস-পারমিট নিয়ে খলিল মোল্লা, আল-আমিন মোড়ল ও নূর হোসেন ছোট একটি নৌকায় কাঁকড়া ধরতে ফিরিঙ্গি নদীর কুকুমারী এলাকায় যান। রোববার সন্ধ্যায় সাড়ে ৬টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন খলিল মোল্লা। সেখান থেকে তাকে নিয়ে লোকালয়ে ফেরার জন্য রওনা হলেও পথে তার মৃত্যু হয়। পরে লাশ লোকালয়ে এনে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। সোমবার (আজ) এশার নামাজের পর জানাজা শেষে তার দাফন সম্পন্ন হবে বলে জানিয়েছেন তার স্বজনরা।

খলিল মোল্লার সঙ্গী আল-আমিন মোড়ল বলেন, কাঁকড়া ধরার একপর্যায়ে হঠাৎ খলিল চাচা অসুস্থ হয়ে পড়েন। আমি আশপাশের জেলেদের ডাকলে তারা নৌকা নিয়ে আসেন। তাকে নিয়ে লোকালয়ে ফেরার পথে তিনি মারা যান।

বন বিভাগের কদমতলা স্টেশন কর্মকর্তা সোলাইমান হোসেন বলেন, তারা তিনজন একটি নৌকায় বৈধ পাস-পারমিট নিয়ে সুন্দরবনের কাঁকড়া আহরণ করতে গিয়েছিল। আজ সকালে পাস-পারমিট স্টেশনে জমা দেওয়ার সময় জানিয়েছে তাদের মধ্যে একজন জেলে স্ট্রোক করে মারা গিয়েছে।  

 

এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।