ঝিনাইদহ: মাদ্রাসার দুইজন শিক্ষকের বিরুদ্ধে মামলার প্রতিবাতে ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৯ অক্টোবর) সকালে পদমদী গ্রামের মাদরাসাতুস সুন্নাহ অ্যান্ড ইসলামিক স্কুলের সামনে এ কর্মসূচির আয়োজন করে অভিভাবক ও শিক্ষার্থীরা।
এতে ব্যানার, ফেস্টুন নিয়ে ওই মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী অংশ নেন।
ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন মাদ্রাসার শিক্ষক সাদিক হোসেন, অভিভাবক আবু দাউদ এবং বুলবুল আহম্মেদ।
কর্মসূচি থেকে অভিযোগ করা হয়, মাদ্রাসার পরিচালক ইমরান হোসেন ও শিক্ষক জাকির হোসেনের বিরুদ্ধে তিন ছাত্রকে বলাৎকার করার মিথ্যা অভিযোগে মামলা করা হয়েছে। বর্তমানে তারা কারাগারে আছেন।
এ কারণে মাদ্রাসার শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। এতে অনিশ্চিত হয়ে পড়েছে মাদ্রাসার দুই শতাধিক শিক্ষার্থীর শিক্ষাজীবন।
বক্তাদের অভিযোগ, মাদ্রাসাটির কার্যক্রম বন্ধ করতে স্থানীয় একটি মহল এই চক্রান্ত করে মামলা করিয়েছে। তাই দ্রুত মামলা প্রত্যাহারের দাবি জানান তারা। দাবি মানা না হলে সড়ক অবরোধসহ কঠোর কর্মসূচি ঘোষণার হুশিয়ারি দেওয়া হয়।
এসএইচ