যশোর: হেরোইনের মামলায় যশোরের ঝিকরগাছার মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
রোববার (১৯ অক্টোবর) স্পেশাল জেলা ও দায়রা জজ এস এম নূরুল ইসলাম এই আদেশ দেন।
সাজাপ্রাপ্ত পলাতক আসামি জাহাঙ্গীর আলম ঝিকরগাছা উপজেলার গঙ্গাধরপুর গ্রামের রমজান আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন স্পেশাল পিপি আনিছুর রহমান পলাশ।
আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের ৩০ সেপ্টেম্বর রাত ১১টার দিকে শার্শা থানা পুলিশ জানতে পারে নাভারণের সাতক্ষীরা মোড়ে একজন হেরোইন নিয়ে অবস্থান করছেন। পুলিশ তাৎক্ষণিকভাবে ওই এলাকায় অভিযান চালিয়ে জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করে।
তার কাছ থেকে উদ্ধার করা হয় একশ’ গ্রাম হেরোইন। এ বিষয়ে এসআই মোশাররফ হোসেন শার্শা থানায় একটি মামলা দায়ের করে পরের দিন জাহাঙ্গীরকে আদালতে সোপর্দ করেন। পরবর্তীতে তিনি আদালত থেকে জামিনে বের হয়ে আত্মগোপনে চলে যান।
রোববার মামলার রায় ঘোষণার সময় বিচারক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
এসএইচ